Weather Update : উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না। (সব ছবি প্রতীকী)
কলকাতার এখন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের দিকের তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে।
এখনই ঝড় কিংবা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়া রোদের দাপট বজায় থাকবে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। ফলে ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি আরও বাড়বে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেলা বৃদ্ধি পেলেই গরমের দাপট অনেকটা বাড়বে। বৃষ্টির কোনও সম্ভবনা না থাকায়, আপাতাত দাবদাহ থেকে নিস্তার নেই বাঙালির।
মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দেশজুড়ে বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে প্রবল তাপপ্রবাহের সতর্কতা। তার মধ্যে দিল্লি, রাজস্থান, ওড়িশা, হিমাচলের মতো রাজ্যগুলি রয়েছে।