দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ। বৃষ্টির দেখা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি আগামী ৪-৫ দিন চলবে বলে জানাল আবহাওয়া দফতর।আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী ৪ থেকে ৫ দিন দুই দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।
আগামী দু'দিন শুধুমাত্র বাংলাদেশে লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই অল্প বৃষ্টি হতে পারে।
দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে এবার গরমের সঙ্গে ঘেমেনেয়ে একসাও হতে হবে! এমন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং লাগোয়া হাওড়া, হুগলিতে মেঘলা আকাশ থাকবে।
মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না।
গতকাল, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি বাড়বে না। ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
বঙ্গোপসাগর থেকে আসছে দক্ষিণ-পশ্চিম হাওয়া। তাতে প্রচুর জলীয়বাষ্প রয়েছে। ফলে গরমে ঘাম হবে। ফলে অস্বস্তি আরও বাড়বে।
পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা আর একটু বাড়বে।