Weather Update: আগামী ২৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় জারি করা হয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ।
ইতিমধ্যে গোটা দক্ষিণবঙ্গেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী রবিবার পর্যন্ত ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বিগত কয়েকদিন ধরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়েছে। ফলে গরমে কার্যত নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ।
মাঝে কিছুটা বৃষ্টি হলেও গরম কমেনি। তবে ঝড়-বৃষ্টি হলে কিছুটা গরম কমবে বলে আশা করছেন অনেকে।
হাওয়া অফিস জানিয়েছে, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শনিবার সকাল থেকে আকাশে রয়েছে চড়া রোদ। শনিবার গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে।
সপ্তাহখানেক আগেই বৃষ্টিপাতের জেরে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছিল সাধারণ মানুষের। এখন ফের গরম থেকে মুক্তির জন্য বৃষ্টির অপেক্ষায় রয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।