ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। এরইমাঝে আগামী ২৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং দুই মেদিনীপুরে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত। বৃৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে।
সঙ্গে বইতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস।
পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও জারি থাকতে ঝড়বৃষ্টি।
তারমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।