রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কমতে থাকবে শীতও। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ৪ দিন বৃষ্টি হচে পারে। তবে হালকা হবে।
১০ তারিখ উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার মাঝারি বৃষ্টিও হতে পারে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়, রাতের দিকে তাপমাত্রা এমনিতেই কমতে শুরু করেছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে সেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৯ তারিখে বৃষ্টি হবেই এমন পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। তবে ১০ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
সেই তালিকায় রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলায়।
১০ তারিখ কলকাতা ও সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি ও কলকাতাতেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আগামী ৩ দিনে সেই তাপমাত্রা বাড়বে।
রাজ্যজুড়ে আগামিকাল ঘন কুয়াসা থাকবে বলেও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।