Advertisement

কলকাতা

Kolkata Metro QR Based Ticket : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ১২ ঘণ্টা আগে QR কোড দিয়ে টিকিট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2022,
  • Updated 6:45 PM IST
  • 1/10

Kolkata Metro QR Based Ticket: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য ভাল খবর। এখন টিকিট কাটা আরও সহজ হয়ে গেল। তেমনই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এখন ইস্ট-ওয়েস্ট করিডরের মেট্রোর কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করা যাবে।

আরও পড়ুন: সিবিএসসি-র CBSE-র টেন-টুয়েলভ Term 1 পরীক্ষার রেজাল্ট বেরতে দেরি হতে পারে, সম্ভাব্য কবে? 
 

  • 2/10

কলকাতা মেট্রো (Kolkata Metro)-র ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে যাত্রীদের জন্য কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করার পরিষেবা মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল। বুক করার ১২ ঘণ্টায় মধ্যে ট্রেনে সফর করতে হবে।

আরও পড়ুন: WhatsApp-এ কলকাতা পুলিশে অভিযোগ, কোন থানার কোন নম্বর দেখে নিন

  • 3/10

কিউআর  কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ব্যবস্থা আগেই চালু করে দেওয়া হয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)-য়। তা ২০২১ সালের ৪ ডিসেম্বর সেই ব্যবস্থা শুরু করে। এর ফলে যাত্রীদের আরও সুবিধা হয়েছে।

  • 4/10

এখনও পর্যন্ত মেট্রো যাত্রীরা তাঁদের যাত্রার ৪৫ মিনিট আগে QR কোড ভিত্তিক টিকিট বুক করতে পারতেন। তবে মঙ্গলবার থেকে চালু হওয়া নতুন সিস্টেমে তাঁরা তাঁদের যাত্রার ১২ ঘন্টা আগে এটি বুক করতে পারবেন।

 

  • 5/10

মোবাইল অ্যাপের মাধ্যমে QR কোড ভিত্তিক পূর্ব-পশ্চিম মেট্রো টিকিট বুক করার প্রক্রিয়া:

• গুগল প্লে স্টোর থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করুন
• নতুন ব্যবহারকারী ভ্যালিড ক্রেডিনশিয়াল দিয়ে সাইন আপ করুন (শুধুমাত্র প্রথম বার)

  • 6/10

• বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন


• আপনার "লোকেশন" চালু রাখুন

  • 7/10

• "বুকিং"-এ যান

• "QR টিকিট বুক করুন"-এ যান

  • 8/10

• টিকিটের ধরন, কোন স্টেশন থেকে উঠছেন এবং গন্তব্য স্টেশন নির্বাচন করুন
 

• টিকিট বুক করুন

  • 9/10

• নেট ব্যাঙ্কিং (এসবিআই এবং সমস্ত প্রধান ব্যাঙ্ক), ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড (এসবিআই এবং সমস্ত প্রধান ব্যাঙ্ক), রূপে, মায়েস্ট্রো, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে ভাড়া মেটাতে পারবেন

• সফলভাবে টাকা দিয়ে দেওয়ার পর "QR কোড" তৈরি হবে

  • 10/10

'প্রবেশ' এবং 'প্রস্থান'-এর জন্য AFC-PC গেটের স্ক্যানারে আপনার তৈরি করা QR কোডটি দেখান


কলকাতা মেট্রো (Kolkata Metro)-র আর্জি, মেট্রোয় ভ্রমণের সময় যাত্রীদের কোভিড প্রোটোকল বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Advertisement
Advertisement