তাপমাত্রার খামখেয়ালিপনা চলছেই। বেলার দিকে গরম আর সন্ধের পর থেকে হাল্কা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যে গরম পড়বে। আর তা ভালোরকম। তারমধ্যে হবে বৃষ্টিও। জানিয়ে দিল হাওয়া অফিস। পঞ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গত ১৪ ঘণ্টায় রাতের তাপমাত্রাতে তেমন কোনও পরিবর্তন দেখা দেয়নি। আগামী ২৪ ঘণ্টাতেও একই রকম আবহাওয়া থাকবে।
তবে তাপমাত্রা কমবে ১০ ফেব্রুয়ারি থেকে। তবে তা স্থায়ি হবে না। কারণ, ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ফের বাড়বে।
১৩ তারিখ থেকে তাপনমাত্রা নামবে ১৪ তারিখেও তামপাম্তার কমবে। ১৫ তারিখ থেকে বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, ১২ তারিখ গরম বেশি থাকবে। ভালোরকম গরম অনুভূত হবে। তবে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে তাপমাত্রা কমবে।
তারপর থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে তা কতদিন স্থায়ী থাকবে তা এখনও জানানো হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। যেমন ছিল তেমনই থাকবে আগামী কয়েকদিন।
কিন্তু, স্বস্তির খবর হল উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টি হবে। তবে ভারী নয়, হাল্কা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পঞ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে বইবে। সেই কারণেই বৃষ্টি হবে।