Advertisement

পশ্চিমবঙ্গ

Weekend Weather Update: শীত বিদায়ের পথে বৃষ্টিপাতের পূর্বাভাস, আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদল?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2023,
  • Updated 1:04 PM IST
  • 1/9

ভালোবাসার সপ্তাহে প্রায় উধাও শীতের আমেজ। পরপর দুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে। আপাতত তাপমাত্রা খুব বেশি নীচে নামার কোনও সম্ভাবনা নেই। 
 

  • 2/9

হাওয়া অফিস বলছে, রাজ্যের  বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকতে পারে চলতি পস্তাহে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপরেই শীত বিদায় শুরু হয়ে যাবে। ফলে  শীতের আর কাম ব্যাক করার সম্ভাবনা নেই। প্রতিদিনই বাড়বে তাপমাত্রা। 
 

  • 3/9

অন্যবার এই সময়ে রাজ্য থেকে শীত বিদায় শুরু হয়ে গেলেও, এবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে তা দেরি হচ্ছে।  তবে ঠান্ডার আমেজ মেখে ভ্যালেন্টাইন ডে কাটানোর পরিস্থিতি থাকবে না। 
 

  • 4/9

 বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷
 

  • 5/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ আগামী ১০, ১১, ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে তাপমাত্রা কমবে। ১৪ ফেব্রুয়ারিও সেই পারদ পতন জারি থাকবে ৷ 
 

  • 6/9

তরপর থেকে পারদ চড়তে থাকবে ৷ সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে ৷ তাই রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ যেটুকু বাকি রয়েছে, তা আর মিলবে না ৷ অর্থাৎ মাঘের শেষেই শীতের বিদায় ৷
 

  • 7/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার রাতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়। হাসিমারা , জয়গাঁও দলসিংপাড়া, মাদারিহাট বেশ ভারী বৃষ্টি হয়। অন্যদিকে বারোবিসা, আলিপুরদুয়ার শহরে হাল্কা বৃষ্টি চলে। আগামী দিন চারেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরের বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দেবে।

  • 8/9

দক্ষিণবঙ্গে  আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে।
 

  • 9/9

হস্পতিবার কলকাতা এবং তার আশপাশে অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনে রোদ ওঠে ৷  এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২০  ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

Advertisement
Advertisement