Advertisement

কলকাতা

Weather West Bengal Rain-Storm: রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগ, বৃহস্পতি থেকে টানা বৃষ্টি-কালবৈশাখীর পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2023,
  • Updated 5:43 PM IST
  • 1/9

রাজ্যে আবহাওয়ার বিরাট বদল। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যজুড়ে টানা বৃষ্টি হবে। একই সঙ্গে বইবে দমকা হাওয়াও। 

  • 2/9

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। জারি হয়েছে সতর্কতাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ বুধবার সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

  • 3/9

বুধবার বিকেল এবং আগামীকাল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে। আবার ১৭ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে হবে শিলাবৃষ্টিও। 

  • 4/9

সেদিন হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে দক্ষিণবঙ্গে ১৮-১৯ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে  ঝড়ো হাওয়াও বইবে। 

  • 5/9

২০ মার্চ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হবে। 

  • 6/9

কলকাতাতে এবং উপকূলে জেলাগুলোতে ১৮ ও ১৯ তারিখে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কালবৈশাখীর পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারজন্য হাওয়া অফিস থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। 

  • 7/9

আবার উত্তরবঙ্গে বুধবার সিকিম, দার্জিলিংয়ে শিলা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে কাল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হবে। 

  • 8/9

সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবার বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরমালদা ও দিনাজপুর এ লাইটনিং সহ ঝড় বৃষ্টি হবে। ১৭ তারিখ উত্তর বঙ্গে বৃষ্টি র সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। 

  • 9/9

১৮ ও ১৯ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি হবে। সেদিন ওখানে কালবৈশাখী নাও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement
Advertisement