Advertisement

কলকাতা

March Weather West Bengal : মার্চে বীভৎস গরম দক্ষিণবঙ্গ ও কলকাতায়, বরফ দার্জিলিংয়ে; পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2023,
  • Updated 5:29 PM IST
  • 1/10

আবহাওয়ার বড় আপডেট। মার্চ মাসজুড়ে গরমে ঘামবে রাজ্য। তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।  

  • 2/10

হাওয়া অফিস জানিয়েছে, শনি-রবিবারের মধ্যে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। 

  • 3/10

এদিকে রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বাড়তে পারে দিনের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৫ দিনে। 

  • 4/10


তবে দক্ষিণবঙ্গে গরম থাকলেও ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। বিশেষ করে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার এই সিজনের দ্বিতীয় তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে। 

  • 5/10

সেখানকার সন্ধাকপুরে তুষারপাত হয়েছে। আবার বৃষ্টি হয়েছে দার্জিলিং, ঘুম, কার্শিয়াং এবং মিরিক হিল স্টোনে। 

  • 6/10

এই বছর পাহাড়ে প্রথম তুষারপাত হয় রবিবার রাতে। আর মরসুমের দ্বিতীয় তুষারপাত হয় বৃহস্পতিবার।

  • 7/10

অনেক পর্যটক জানুয়ারি মাসে তুষারপাত দেখবেন বলেই বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। তবে দেখতে না পেয়ে হতাশ ছিলেন। 

  • 8/10

গত শুক্রবার থেকে তাপমাত্রাও কমে যাওয়ায় পাহাড়ে ঠান্ডা পড়েছে। তুষারপাতের সব রেকর্ডও ভেঙে দিয়েছে। 

  • 9/10

তবে দার্জিলিংয়ে তুষারপাত হলেও গরমে ঘামছে দক্ষিণবঙ্গ ও কলকাতা। শুক্রবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

  • 10/10

আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ২৪ ফেব্রুয়ারি। দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায়।

Advertisement
Advertisement