Advertisement

কলকাতা

Weather West Bengal : রাজ্যে আবহাওয়ার বিরাট পরির্তন, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বৃষ্টি ? পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2022,
  • Updated 5:29 PM IST
  • 1/11

ডিসেম্বরের শেষ। অথচ শীতের আমেজ উধাও। মাঝে মাঝে তো ফ্যানও চালাতে হচ্ছে। আবহাওয়া নিয়ে বেশ বিরক্ত রাজ্যবাসী। তবে এরইমধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/11

তাদের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে রাজ্যে। ফের শীতে কাঁপবে বঙ্গ। এমনকী হতে পারে বৃষ্টিও। 

  • 3/11

মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ ৫০ বছরে রেকর্ড তাপমাত্রা। উষ্ণ ডিসেম্বর এত উষ্ণ তাপমাত্রা কলকাতায় গত ৫০ বছরে হয়নি। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০৪ সালে। 

  • 4/11

শুধু তাই নয়, ডিসেম্বরে ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। 

  • 5/11

তবে বর্ষশেষ ও বর্ষবরণের সময় আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। কমবে তাপমাত্রা। 

  • 6/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে।  বিকেল থেকেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। 

  • 7/11

তার জেরে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দ্রুত পারা পতনের সম্ভাবনা। 

  • 8/11

কলকাতায় ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে তাপমাত্রা। জেলাগুলিতে আরও কমবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে। 

  • 9/11

হাওয়া অফিসের পূর্বাভাস, ৩০ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ফের তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ বর্ষশেষ ও বর্ষবরণের দিন শীতের আমেজ সেভাবে হয়তো পাবে না রাজ্যবাসী। 

  • 10/11

তবে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি রাজ্যে বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনও সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে।  

  • 11/11

প্রসঙ্গত, দার্জিলিংয়ে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। যা নিয়ে বেশ খুশি পর্যটকরা। সেখানে ফের তুষারপাত হতে পারে। 

Advertisement
Advertisement