গত দু'দিনে অনেকটাই বেড়ে গিয়েছিল তাপমাত্রা। গতকাল কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। গত ৫০ বছরের ১৫ ডিসেম্বরের পর এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
তবে এবার ফের তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। তবে আজ থেকে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রার পতন জারি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আমাদের রিজিয়নে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমবে।
সেক্ষেত্রে কলকাতায় তাপমাত্রা নেমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
আরও পড়ুন - ছবিতে সামনেই মাছটি, তবু বিড়ালটি দেখতে পাচ্ছে না, আপনি পাচ্ছেন?
অর্থাৎ আপাতত তিন থেকে চারদিন উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গ (South Bengal) দুই জায়গাতেই ভাল ঠান্ডা পাওয়া যাবে বলে জানাচ্ছে আলিপুর আববহাওয়া দফতর।
বর্তমানে দিল্লি ও উত্তরপ্রদেশে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। তারই প্রভাব দেখা যাবে এরাজ্যে।
অন্যদিকে এই মুহূর্তে আমাদের রিজিয়নে বৃষ্টির কোনও সম্ভাবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সঙ্গে সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। আপাতত ঘন কুয়াশার কোনও পূর্বাভাস নেই।