চলতি সপ্তাহে বিদায় নিচ্ছে বর্ষা। এদিন এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। (সব ছবি প্রতীকী)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ অক্টোবর এ রাজ্য থেকে এবং ২৬ অক্টোবর সারা দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানান, বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে৷ যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায়, তাও আগামী ২৩ তারিখ এ রাজ্য থেকে বিদায় নেবে।
তবে আগামী দু একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও, তারপর রাতের দিকে তাপ মাত্রা একটু কমতে শুরু করবে। তবে শীত কবে ঢুকছে তা এখোনি বলা যাচ্ছেনা।
এমনিতে গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছে।
বৃষ্টিপাতের পরিমাণ এখন ক্রমশ কমছে। আগামী ২৩ তারিখ এই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।
সকালে চড়া রোদ থাকলেও, রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমছে।
আগামী কয়েকদিনের মধ্যে পারদ নামারও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।