Advertisement

কলকাতা

Dilip Ghosh : আগে পুরভোট চেয়েছিলাম, তবে ভবানীপুরের জন্যও প্রস্তুত : দিলীপ

ভাস্কর মুখোপাধ্যায়
  • কলকাতা,
  • 04 Sep 2021,
  • Updated 3:41 PM IST
  • 1/6

ভবানীপুর-সহ রাজ্যের মোট ৩ কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচনের ঘোষণা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

  • 2/6

তিনি জানালেন, আগে পুরসভার ভোট চেয়েছিল দল। তারপর উপনির্বাচন। কিন্তু, আগে উপ নির্বাচন ঘোষণা করে দেওয়া হল।  

  • 3/6

সিউড়িতে দিলীপ ঘোষ বলেন, 'উপনির্বাচন আমরা চাইনি, এটা নয়। আমরা বলেছিলাম অনুকূল পরিস্থিতি নয়। আমরা চেয়েছিলাম আগে পৌরসভা ভোট তারপর হোক বিধানসভা উপনির্বাচন। 

  • 4/6

কিন্তু, নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আমরা লড়তে প্রস্তুত। আমরা চাই বিধানসভা উপনির্বাচন হোক শান্তিপূর্ণভাবে।  রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করুক। যেটা ঘোষণা হয়েছে, সেটা মেনে ভোট হবে। আমরাও সেই মোতাবেক এগিয়ে যাব।' 

  • 5/6

আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে ভোটগ্রহণ হবে। তবে বাকি যে কেন্দ্রগুলিতে উপ-নির্বাচন হওয়ার কথা, সেখানে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি কমিশন। শুধুমাত্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হবে। 

  • 6/6

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও Non Mla মুখ্যমন্ত্রী হলে তাঁকে ৬ মাসের মধ্যে জিতে আসতে হয়। না হলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। নন্দীগ্রাম কেন্দ্রে হারলেও ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা। সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে তাঁকে বিধায়ক হয়ে আসতে হবে। এদিকে ভবানীপুরের সঙ্গেই সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ওই ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। ওই দুই জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তিনি উত্তরবঙ্গ সফরও পিছিয়ে দিয়েছেন। 
 

Advertisement
Advertisement