আবহাওয়া নিয়ে বড় আপডেট। কলকাতায় জারি কমলা সতর্কতা। আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি হবে শহরে। এমনই পূর্বাভাস জারি করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতার আকাশ কালো হয়েছে।
ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও হুগলি ও হাওড়া জেলাতেও হবে বৃষ্টি। বিকেলেক মধ্যে বৃষ্টি আসবে। সঙ্গে বাজ পড়বে। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
এই বৃষ্টির কারণ হল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝড় হবে।
মঙ্গলবার ও বুধবার সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ, কাঁকড়া ধরতে যাতে কোনও নৌকা বা ট্রলার না যায় সতর্ক করা হয়েছে।
বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, পুরুলিয়া ইত্যাদি।
বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর এই বৃষ্টি টানা চলতে পারে আগামী কয়েকদিন।
খুব ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। সেটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর বাংলাদেশের খেপুপাড়া হয়ে স্থলভাগে ঢুকবে।
বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতায় তুমুল বৃষ্টি হতে পারে।