গরম থেকে স্বস্তির বার্তা কালবৈশাখী। সোমবারই একথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার এল টানা বৃষ্টির পূর্বাভাস। ফলে সাময়িক স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী।
মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমানা বরাবর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। ফলে কালবৈশাখীর ঝড় উঠেছিল পুরুলিয়ায়।
এর পাশাপাশি বর্তমানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ডের উপরে। সেখান থেকে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত।
এর ফলে উত্তর বঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পয়লা মার্চ থেকে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির ছিটেফোঁটা দেখা যায়নি। আগামিকাল, বুধবার সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি পড়লে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
২০, ২১ এবং ২২ এপ্রিল দক্ষিণবঙ্গে বেশ ভাল পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
’২০ থেকে ২২ তারিখের মধ্যে প্রথম কালবৈশাখী উঠতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে হালকা থেকে মাঝারি সেটাই বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রথম কালবৈশাখীর আভাসও আছে।