Advertisement

কলকাতা

Bengal and Kolkata Summer Weather Update: বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি! বলছে আলিপুর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2022,
  • Updated 8:08 PM IST
  • 1/10

Bengal and Kolkata Summer Weather Update: গত কয়েকদিন দক্ষিণবঙ্গ হাঁসফাঁস করছে গরমে। উত্তরবঙ্গের কোনও কোনও অংশে বৃষ্টিপাত হয়েছে। তা সেখানে স্বস্তি। তবে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ। উত্তরবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারা একই সঙ্গে স্বস্তির কথা জানিয়েছে দক্ষিণবঙ্গের জন্যও। আজ, মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: হিজাব বিতর্ক: আগে নিজের ঘর সামলান,পাকিস্তানকে কড়া জবাব ভারতের

আরও পড়ুন: ডেলিভারি বয়-গিগ ওয়ার্কারদের নিয়ে নয়া সংগঠন তৈরির পথে সিটু

  • 3/10

সেখানে ২৩ এপ্রিল, শনিবার পর্যন্ত এমন পরিস্থিত থাকতে পারে। তারপর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

  • 4/10

সেখানে আগামী ৫ দিন দিনের তাপমাত্রায় খুব উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। 

আরও পড়ুন: Airtel-এর ধামাকা, ১৪৯ টাকায় Xstream Premium-এ ১৫ OTT-র সাবস্ক্রিপশন  

আরও পড়ুন: দ্বাদশ পাশেই সিআইএসএফে চাকরি, বেতন ৮১ হাজার টাকার বেশি

  • 5/10

দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। তবে তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 6/10

বুধবার থেকে দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টি হতে পারে। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

  • 7/10

দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় বুধবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। যা চলতে পারে টানা কয়েক দিন। 

  • 8/10

এর পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

আরও পড়ুন: রাণু মণ্ডলের বাড়িতে সিধু, গান রেকর্ডের আগে জমজমাট আড্ডা

  • 9/10

কাল, বুধবারও ওই সব জেলায় একই পরিস্থিতি থাকতে পারে। তবে ওইদিন সেইসঙ্গে আরও কয়েকটা জেলায় ঝোড়া হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

  • 10/10

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? এ ব্যাপারে আবাহাওয়াবিদরা জানাচ্ছেন, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বিনম্ন তাপমাত্রা ছিল ২৭.৩। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৭৪ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। 

 

 

Advertisement
Advertisement