দুর্গাপুজো ভিজেছে শহর। মুষলধারে বৃষ্টি নেমেছে ষষ্ঠী ও অষ্টমীতে। লক্ষ্মীপুজোয় আবহাওয়া কেমন থাকবে? শনিবার তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,আজ, শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আগামী তিন-চারদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারের লক্ষ্মীপুজোয় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী দু-তিন দিন হালকা বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের উপর পাঁচ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অক্টোবরের মধ্যে তাপমাত্রায় কোন পরিবর্তন হবে না।