সবে নিম্নচাপ কেটেছে। এর মধ্যেই নতুন করে নিম্নচাপের পূর্বাভাস। ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।
গত রবিবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।
শুক্রবার সকাল থেকে সূর্যের প্রখর তেজ। তবে তা দীর্ঘস্থায়ী নয়।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বাংলার উপকূলবর্তী এলাকায় তৈরি হচ্ছে নিম্নচাপ।
নিম্নচাপের শক্তি বাড়লে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে রবিবার।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে জোরালো হাওয়া বইতে পারে।
সেই সঙ্গে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনি এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।