Advertisement

কলকাতা

Kolkata Weather : কলকাতার আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি; কোন কোন জেলায় ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2023,
  • Updated 2:42 PM IST
  • 1/9

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আর তার জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিরাট বদল। 

  • 2/9

কলকাতা ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে শুরু করেছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। 

  • 3/9

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমাগত সরে আসবে দক্ষিণবঙ্গের কাছাকাছি। যার জেরে বৃষ্টি হবে। 

  • 4/9

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর তা চলবে একেবারে সোমবার পর্যন্ত। 

  • 5/9

 শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। কলকাতাতেও হবে বৃষ্টি। 

  • 6/9

কলকাতার পাশাপাশি তার আশপাশের জেলা যেমন, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হবে। 

  • 7/9

এছাড়াও দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, মালদা, হাওড়াতেও বৃষ্টি হবে। 

  • 8/9

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের পর বৃষ্টি আরও বাড়বে। রবি ও সোম অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। 

  • 9/9

অন্যদিকে উত্তরবঙ্গে শনিবারও  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। তবে শনিবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
 

Advertisement
Advertisement