West Bengal Weather Rain and Winter Updates : হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের পশ্চিপ্রান্তের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
১১ তারিখ থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
কয়েকদিন পরে রাতের তাপমাত্রা ফের ৩-৪ ডিগ্রি মতো কমতে পারে। উত্তরবঙ্গের ৫টি জেলাতেও ১০ এবং ১১ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতার ক্ষেত্রে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের এখনই কোথাও পূর্বাভাস নেই।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকেও একটি হাওয়া রয়েছে। তার জেরে এই বৃষ্টিপাত।
গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা বেড়েছে। ফলে ক্রমশ কমেছে ঠান্ডার দাপট।
হাওয়া অফিস জানিয়েছে, ১১ তারিখের পর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে কিছুটা হলেও ফের হাল্কা শীতের আমেজ পেতে পারেন বঙ্গবাসী।