Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: বৃষ্টির সম্ভাবনার মধ্যেই পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের, কবে থেকে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 10 Feb 2022,
  • Updated 5:43 PM IST
  • 1/10

চলতি শীতের মরশুমে বারবার ঠান্ডার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দফায় দফায় কালো মেঘে ছেয়েছে রাজ্যের আকাশ। এর জেরে বারবার বাধা প্রাপ্ত হয়েছে ঠান্ডা উত্তুরে হাওয়া। 

  • 2/10


শীতের বিদায় বেলাতেও পিছু ছাড়েনি বৃষ্টি। তবে এর মাঝেই রাজ্যে ফের পারদ নিম্নগামী হবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 3/10

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮  ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও জেলার জন্য আলাদা করে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ ফেব্রুয়ারি শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলা উত্তর জিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুকনো থাকবে।

  • 4/10

 তারপর থেকে উত্তরবঙ্গে নতুন করে আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে উত্তরবঙ্গে আগামী ৩ দিনে  রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে।

  • 5/10

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গতকাল যে জেলাগুলিতে বৃষ্টির কথা বলা হয়েছিল সেগুলিতে বৃষ্টি হয়েছে,  আজও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,  হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

  • 6/10

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার সকাল থেকে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

  • 7/10

কলকাতার ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত মেঘলা আকাশ থাকবে। 
 

  • 8/10

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী ৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত  কমে যাওয়ার সম্ভাবনা আছে। 
 

  • 9/10

আগামী ৪৮  ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে।
 

  • 10/10

 ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি চলে এসেছে। হাওয়া অফিস বলছে, যতদিন যাতে তত  দিনের বেলায় গরম থাকবে এবং রাতে ও ভোরের দিকে কিছুটা ঠান্ডা অনুভূব হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement