Advertisement

কলকাতা

West Bengal Latest Weather Update : রাজ্যের আকাশে কালো মেঘ, ঝড়-জলের পূর্বাভাস; কোন জেলায় কেমন প্রভাব?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2024,
  • Updated 3:54 PM IST
  • 1/10

আবহাওয়ার বড়সড় পরিবর্তন। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। সঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। 

  • 2/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল অর্থাৎ বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও হাল্কা কোথাও ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 

  • 3/10

কোন জেলায় কবে বৃষ্টি ও কোথায় বেশি বৃষ্টি, আসুন জেনে নিই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান,  বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হবে। 

  • 4/10

সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

  • 5/10

বৃহস্পতিবার বৃষ্টি হবে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। সেই জেলাগুলিতেও বাজ পড়ার সতর্কতা জারি করা হয়েছে। 

  • 6/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে। 

  • 7/10

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে

  • 8/10

আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, এই ঝড় বৃষ্টির ফলে চাষের জমির ক্ষতি হতে পারে। নষ্ট হতে পারে ফসল। 

  • 9/10

আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই দুইদিন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 10/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। তবে রাতের ও দিনের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। 

Advertisement
Advertisement