Advertisement

কলকাতা

West Bengal Weather : বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন, ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2022,
  • Updated 5:20 PM IST
  • 1/9

বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল রাজ্যে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 2/9

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ১৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হবে। ওই দিন ও তার পরদিন বৃষ্টি বাড়বে। 

  • 3/9

বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এখন সেখানে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে বৃহস্পতিবার থেকে ওই তিন জেলায় বৃষ্টি বাড়বে। 

  • 4/9

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান,  রাজ্যের বর্ষার পরিস্থিতি দুর্বল। উত্তর ও দক্ষিণবঙ্গের এই তিনদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

  • 5/9

যেভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে সেভাবেই চলবে। কিছুক্ষণ বৃষ্টি হয়ে ফের থেমে যাবে। এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 

  • 6/9

বৃষ্টির স্থায়িত্ব হবে ৫ থেকে ১০ মিনিট। রাজ্যে এত কম বৃষ্টির কারণ হল উড়িশার নিম্নচাপ। সেখানে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখন তা অবস্থান করছে। 
 

  • 7/9

নিম্নচাপ অক্ষরেখার অবস্থানও এই রাজ্যের পক্ষে অনুকূল নয়। ফলে মেঘ তৈরি হচ্ছে সমুদ্রের উপরে। তাই বৃষ্টি হবে ওড়িশাতেই বেশি। আর সেই হাওয়া এ রাজ্যে আসছে বলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। 

  • 8/9

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, এখন রোদ থাকায় তাপমাত্রা বেড়েছে। রয়েছে  আদ্রতাজনিত অস্বস্তিও।  

  • 9/9

প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভালো বর্ষা হলেও এখনও দক্ষিণবঙ্গের বর্ষার ঘাটতি রয়েছে। 

Advertisement
Advertisement