শীত নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের। আজ রবিবার একাধিক জেলার তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর এই তাপমাত্রা আরও কমতে পারে ।
ফলে অক্টোবরের শেষেই বেশ শীত শীত ভাব। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও কমবে।
ফলে তাপমাত্রা হতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রা কমবে।
এমনিতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
পশ্চিমের জেলাগুলির মধ্যে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আরও কমতে পারে।
শীত পড়েছে এই কথা আনুষ্ঠানিকভাবে আবহাওয়া দফতর ঘোষণা না করলেও উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া রাজ্যজুড়ে বইবে।
জানা গেছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তাই এই ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে।
তবে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তাহলে এই হাওয়া প্রবেশের পথে বাধা তৈরি হবে।
আর যদি তা না হয় তাহলে উত্তুরে হাওয়া প্রবেশ করবে হু হু করে। যার জেরে শীত বাড়বে।
এমনিতেই বালুরঘাটে তাপমাত্রা রবিবার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিঙে ১০ ডিগ্রি।
আগামী কয়েক দিন উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। কালীপুজোর আগেই শীতের আমেজ পেতে পারে রাজ্যবাসী।