Advertisement

Kolkata C P Vineet Goyal on K K : অতিরিক্ত ভিড় ছিল, অগ্নিনির্বাপক স্প্রে করা হয় বাইরে, জানালেন সিপি

Kolkata C P Vineet Goyal on K K: নজরুল মঞ্চে প্রয়াত শিল্পী কে কে-র অনুষ্ঠানে ওভার ক্রাউডিং হয়েছে। ফায়ার এক্সটিংগুইশার নজরুল মঞ্চের বাইরে ব্যবহার করা হয়েছে। শুক্রবার জানালেন কলকাতার সিপি বিনীত গোয়েল।

কলকাতার সিপি বিনীত গোয়েল (বাঁদিকে), প্রয়াত শিল্পী কে কে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2022,
  • अपडेटेड 7:17 PM IST
  • নজরুল মঞ্চে প্রয়াত শিল্পী কে কে-র অনুষ্ঠানে ওভার ক্রাউডিং হয়েছে
  • ফায়ার এক্সটিংগুইশার নজরুল মঞ্চের বাইরে ব্যবহার করা হয়েছে
  • শুক্রবার জানালেন কলকাতার সিপি বিনীত গোয়েল

নজরুল মঞ্চে প্রয়াত শিল্পী কে কে-র অনুষ্ঠানে ওভার ক্রাউডিং হয়েছে। ফায়ার এক্সটিংগুইশার নজরুল মঞ্চের বাইরে ব্যবহার করা হয়েছে। শুক্রবার জানালেন কলকাতার সিপি বিনীত গোয়েল। এদিন তিনি লালবাজারে সাংবাদিক বৈঠক করেন।

পর্যাপ্ত পুলিশ ছিল
তিনি জানান, এসিপি ছিলেন তিনি আসার আগে থেকেই। ফায়ার এক্সটিংগুইশার নজরুল মঞ্চের বাইরে ব্যবহার করা হয়েছে। গ্রিনরুম থেকে দেড়শো মিটার দূরে রয়েছে। মৃদু তর্ক হয়েছিল কয়েকজন দর্শকের সঙ্গে, তাঁরা স্টেজের কাছাকাছি আসতে চাইছিলেন। তখন সেটা ব্যবহার করা হয়। কারও বিশেষ কোনও সমস্য় হয়নি। পরিস্থিতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে। 

আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা

আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে

আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক
 

তিনি জানান, এসিপি ছিলেন তিনি আসার আগে থেকেই। ফায়ার এক্সটিংগুইশার নজরুল মঞ্চের বাইরে ব্যবহার করা হয়েছে। গ্রিনরুম থেকে দেড়শো মিটার দূরে রয়েছে। মৃদু তর্ক হয়েছিল কয়েকজন দর্শকের সঙ্গে, তাঁরা স্টেজের কাছাকাছি আসতে চাইছিলেন। তখন সেটা ব্যবহার করা হয়। কারও বিশেষ কোনও সমস্য় হয়নি। পরিস্থিতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে। 

তিনি জানান, ৬টা ২০ মিনিটে এসেছিলেন। পারফর্ম্যান্স শুরু করেছিলেন সন্ধে ৭টা ৫ মিনিটে। কোনও সময় তাঁকে ঘিরে ধরার মতো কিছু ঘটেনি। পুলিশ ছিল যথেষ্ট। তিনি আসার কিছুক্ষণ পর স্টেজে গিয়েছিলেন। 

এসি কাজ করছিল
এসি কাজ করছিল। আমরা জানার চেষ্টা করেছি। কেএমডিএ-র কাছ থেকে জেনেছি। কতজন ছিল, সে ব্য়াপারে অনেক বিতর্ক হচ্ছে। স্পষ্ট ভিডিও দেখতে পেয়েছি। আপনাদের তা দিয়েও দেব। মানুষজন ভালবাবেই দাঁড়িয়েছিলেন, নাচ করছিলেন। ওভার ক্রাউডিং কিছুটা হয়ে থাকতে পারে। একদম জায়গা ছিল না, ঘামছিলেন, সমস্য়া হয়েছিল, তেমন নয়। 

Advertisement

তিনি জানান, আর যেন না হয়, সে ব্য়াপারে দেখা হচ্ছে। আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা রাখা হোক। অ্যাম্বুল্যান্স থাকতে হবে। তেমন পরিস্থিতি। দর্শকের সংখ্যা ঠিক রাখতে হবে। বেশি টিকিট দেওয়া যাবে না। একটা মেকনিজম তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, বাইরে দেখানোর ব্যবস্থা রাখা হোক। পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনা হয়নি। সেখানে যে অফিসার এবং পুলিশকর্মী ছিলেন, তাঁরা জানিয়েছেন। শিল্পী, যাঁরা স্টেজে ছিল, কখনও সমস্যা হয়েছে বলে মনে হয়নি। অসুবিধা হয়েছে বলে পুলিশকে জানান হয়নি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। 

এদিন কলকাকার পুলিশ কমিশনার জানান, কতজন এসেছিল, সে ব্যাপারে জানা নেই। অনেকে আসে যায়। এই ধরনের অনুষ্ঠানে দেখা যায়। আড়াই হাজারের কাছাকাছি সিট। বেশির ভাগই সিটের সামনে দাঁড়িয়ে আছে, সিটের ওপরে নয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement