Advertisement

Jago Bangla Slams Amit Shah : 'কলকাতায় এলেই CAA-র কথা মনে পড়ে', শাহকে বিঁধল 'জাগো বাংলা'

Jago Bangla Slams Amit Shah: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধল তৃণমূল কংগ্রেস। দু'দিনের সফরে তিনি বাংলায় এসেছেন বৃহস্পতিবার। ওইদিন শিলিগুড়িতে এক সভায় দ্রুত সিএএ চালু করার ব্য়াপারে জানিয়েছেন।

অমিত শাহ এবং মমতা বন্দ্য়োপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • अपडेटेड 12:51 PM IST
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধল তৃণমূল কংগ্রেস
  • দু'দিনের সফরে তিনি বাংলায় এসেছেন বৃহস্পতিবার
  • শিলিগুড়িতে এক সভায় দ্রুত সিএএ চালু করার ব্য়াপারে জানিয়েছেন শাহ

 Jago Bangla Slams Amit Shah: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধল তৃণমূল কংগ্রেস। দু'দিনের সফরে তিনি বাংলায় এসেছেন বৃহস্পতিবার। ওইদিন শিলিগুড়িতে এক সভায় দ্রুত সিএএ চালু করার ব্য়াপারে জানিয়েছেন। আজ তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

জাগো বাংলায় কটাক্ষ
শুক্রবার শাসকদল তৃণমূল দলীয় মুখপত্র 'জাগো বাংলা' (TMC Mouthpiece Jago Bangla)-য় এ ব্যাপারে অমিত শাহর কড়া সমালোচনা করা হয়েছে। সেখানে 'জবাব পাবেন' শীর্ষক সম্পাদকীয়তে লেখা হয়েছে, 'কলকাতায় এলেই স্বরাষ্ট্রমন্ত্রীর সিএএ-র কথা মনে পড়ে যায়। অতীত মনে পড়ে যাওয়া খুবই ভাল। তার কারণ, অতীত হাতড়ালেই দেখা যাবে এক বছর আগের ঘটনা জ্বলজ্বল করছে মানুষের মণিকোঠায়। কী ছিল সেই ইতিহাস? সেবার ছিল বাংলার বিধানসভা নির্বাচন। মা-মাটি-মানুষের সরকার ১০ বছরের গণ্ডি পেরিয়ে তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ পেতে ভোটে নেমেছিল।'

আরও পড়ুন: Sara Ali Khan চুলে নীল রং করালেন, নতুন প্রোজেক্ট শুরু?

আরও পড়ুন: ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ, দেখে নিন কবে-কখন

আরও পড়ুন: এই ইউটিউবার মাত্র ৪২ সেকেন্ডে কামালেন ১.৭৫ কোটি টাকা

লেখা হয়েছে, 'বঙ্গ বিজেপির সাধ হয়েছিল ভোটে জেতার। সব রকমের অস্ত্রশস্ত্র অর্থ-শক্তি প্রয়োগ করা হয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই মুহূর্তে বাংলায় রয়েছেন, তিনি প্রায় ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন গেরুয়া পতাকা বাংলার বুকে তোলার জন্য।'

তৃণমূলের মুখপত্রে লেখা হয়েছে, 'স্বরাষ্ট্রমন্ত্রীর অধিনায়ক প্রধানমন্ত্রীও কম যাননি। নয় নয় করে বাংলায় ২২ বার এসেছিলেন। কত নাটক, কত কথা, বাংলাকে যেন সোনায় মুড়িয়ে দেবেন। স্লোগান উঠল আব কি বার, দোশো পার। মানুষ শুনেছেন। বাংলার মানুষ শুনতে ভালবাসেন, শোনাতে ভালবাসেন, বলতে ভালবাসেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।'

Advertisement

আরও লেখা হয়েছে, '২০২১-এর ২ মে বাংলার বুকে যা ঘটল তারপর কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী, কোথায় প্রধানমন্ত্রী? হারের লজ্জায় শুরু নতুন চক্রান্ত যে চক্রান্ত। যে চক্রান্ত এবার এসেও শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলুক এই সব ষড়যন্ত্র। চালিয়ে যান। অসুবিধা কীসের? মানুষ শুনছেন বুঝেছেন। একুশের মত আগামী পঞ্চায়েত ভোটের ঠিক জবাব দেবেন। জেনে রাখবেন যতবার এই ষড়যন্ত্রের খেলা খেলবেন, ততবার বাংলার মানুষ মুখে ঝামা ঘষে জবাব দেবেন।'

অমিত শাহর কর্মসূচি
শুক্রবার, ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, কলকাতার নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার বাড়ি যেতে পারেন তিনি। তাঁর যাওয়ার কথা তিন বিঘায়। সেখানে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ওই দিন বেলা সাড়ে বারোটায় সংবাদমাধ্যমের সঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর। এর পাশাপাশি দলের পদাধিকারীর এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কলকাতায় মিটিং করবেন। সেটা হবে ক্লোজড রুম মিটিং। এর পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেবেন। সেটাও ক্লোজড রুম মিটিং। তারপর আরএসএসঅফিসে যাবেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement