Advertisement

লাইফস্টাইল

Cauliflower Benefits : ফুলকপি এদের কাছে বিষের সমান, খেলেই বাড়বে বিপদ! জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2025,
  • Updated 7:51 PM IST
  • 1/10

শীত মানেই হরেক রকমের শাক-সবজি। নানা রকমের শাক, কপি, গাজর, মচটরশুঁটি, পেঁয়াজকলি-সহ আরও অনেক কিছু পাওয়া যায়। বিশেষ করে কপির কথা না বললেই নয়। 
 

  • 2/10

কমবেশি সব বাড়িতেই বাঁধাকপি রান্না হয়। তবে ফুলকপির যেহেতু একাধিক পদ রান্না করা যায় তাই এবেলা ওবেলা ফুলকপি খাওয়া যায়। যেমন, ফুলকপির ঝোল, ডালনা, ভাজা, পকোড়া ইত্য়াদি। 
 

  • 3/10

তবে জানেন কি ফুলকপি খাওয়া সবার জন্য ভালো নয়। খেলে হিতে বিপরীত হতে পারে। বিপদে পড়তে পারেন। শরীরে একাধিক রোগ বাসা বাঁধতে পারে। 
 

  • 4/10

যেমন, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ফুলকপি খাওয়া উচিত নয়।  কারণ ফুলকপি শরীরে টি-৩ এবং টি-৪ হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।  
 

  • 5/10

যাদের রক্তচাপ বেশি থাকে তাদের ফুলকপি এড়িয়ে চলা উচিত। কারণ ফুলকপিতে পটাশিয়াম বেশি থাকে। পটাশিয়াম বেশি খেলে রক্ত বেশি গাঢ় হয়। 
 

  • 6/10

গ্যাস বা বদহজমের সমস্যা থাকলে ফুলকপি এড়িয়ে চলা উচিত। কারণ ফুলকপিতে পেট ফাঁপতেও পারে। আর যাদের কিছু খেলেই পেট ফাঁপার সমস্যা হয় তারা এটি এড়িয়ে চলবেন। 
 

  • 7/10

ফুলকপি কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায়। কারণ এতে অক্সালেট থাকে। এটি এমন যৌগ যা কিডনিতে পাথর গঠন করতে পারে। 
 

  • 8/10

তবে ফুলকপি খাওয়ার উপকারিতাও রয়েছে। ফুলকপিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ সম্ভব এই সবজিতে।
 

  • 9/10

এতে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন। যা হাড়কে শক্তিশালী করে। কারও গাঁটে ব্যথার মতো সমস্যা থাকলে ফুলকপি খাওয়া উচিত। 
 

  • 10/10

চোখের স্বাস্থ্যের জন্য ফুলকপি ভালো। দৃষ্টিশক্তি ভালো থাকে।   

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement