Advertisement

লাইফস্টাইল

Hair on Ear: কানে চুল গজানো কীসের ইঙ্গিত? অনেকেই জানেন না

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2025,
  • Updated 7:51 PM IST
  • 1/9

হঠাৎ কানে, নাকে বা ঠোঁটে চুল গজানো, কিসের সংকেত? এটা কি সাধারণ ঘটনা? না কি শরীর কোনো সংকেত দিচ্ছে?
 

  • 2/9

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের তারতম্যের কারণে কানে মোটা চুল গজাতে পারে।

  • 3/9

ডায়াবেটিস বা উচ্চ টেস্টোস্টেরন লেভেলের সঙ্গে এর যোগ থাকতে পারে।

  • 4/9

নাকের ভেতরে চুল থাকা স্বাভাবিক। কিন্তু বাইরের পাশে হঠাৎ চুল মানে হরমোনের সমস্যা হতে পারে।

  • 5/9

অনেক বিশেষজ্ঞ বলেন, নাকের চারপাশে বেশি চুল গজালে লিভার ফাংশন দুর্বল হতে পারে।

  • 6/9

হাতে পায়ে হঠাৎ প্রচুর চুল গজানো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)-এর ইঙ্গিত হতে পারে। হাতে-পায়ে চুল?

  • 7/9

পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণ, তবে হঠাৎ গজালে হরমোন বা থাইরয়েড সমস্যা হতে পারে।

  • 8/9

সব সময় না। তবে হঠাৎ ঘন বা মোটা চুল গজালে চিকিৎসকের পরামর্শ নিন।

  • 9/9

চুল গজানোর সঙ্গে অতিরিক্ত ঘাম, ওজন বেড়ে যাওয়া, ব্রণ – এগুলো হলে গুরুত্ব দিন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement