Advertisement

লাইফস্টাইল

Sleep Time: রাতের ঠিক ক'টায় ঘুমোলে শরীর থাকবে রোগমুক্ত? জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Oct 2025,
  • Updated 6:12 PM IST
  • 1/9

ঘুম শরীরের জন্য খুবই জরুরি। ঘুমের সময় দেহে একাধিক কাজ চলে। যার ফলে শরীর থাকে সুস্থ।

  • 2/9

আর অপরদিকে ঘুম ঠিক ঠাক না হলে একাধিক সমস্যা নিতে পারে পিছু। এক্ষেত্রে হার্টের হাল যেতে পারে বিগড়ে। পাশাপাশি কোলেস্টেরল, প্রেশার, ডায়াবিটিসের মতো অসুখও হতে পারে।

  • 3/9

তাই তো বিশেষজ্ঞরা প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে বলেন। তাতেই শরীর থাকবে ফিট।

  • 4/9

তবে মুশকিল হল, রাতে যে কোনও সময় ঘুমালে চলবে না। বরং একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হবে।

  • 5/9

বিশেষজ্ঞদের মতে, রাতে যত তাড়াতাড়ি ঘুমাবেন, তত ভাল। এক্ষেত্রে ৯টা থেকে ১১টার মধ্যে শুয়ে পড়ুন। তাতেই উপকার পাবেন।

  • 6/9

অন্যদিকে রাত ১১টার পর ঘুমাতে যাওয়া ঠিক নয়। তাতে সমস্যা হতে পারে।

  • 7/9

রাতে ঘুমানোর মোটামুটি ২ ঘণ্টা আগে ডিনার করুন। তাতে পেটের সমস্যা হবে না।

  • 8/9

সন্ধের পর চা বা কফি খাবেন না। এমনকী চলবে না মদ। তাতেও ঘুম ভালো হবে।

  • 9/9

শোয়ার ঘরে যেন আলো না জ্বলে সেটা নিশ্চিত করুন। পাশাপাশি ঘরের তাপমাত্রা শীতল থাকাই ভালো। তাতে ঘুম ভালো আসবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement