Advertisement

লাইফস্টাইল

Kidney Friendly Foods: এই ৫ খাবার কিডনির বন্ধু, খেলে কাছে ঘেঁষবে না বহু রোগ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2025,
  • Updated 5:06 PM IST
  • 1/9

কিডনিকে সুস্থ রাখা জরুরি। কারণ, এই অঙ্গটি মূত্র তৈরি করে। শরীরে তরলের ভারসাম্য করে নিয়ন্ত্রণ। পাশাপাশি আরও নানা কাজে করে সাহায্য।

  • 2/9

যদিও মাথায় রাখতে হবে, আমাদের কিছু ভুলেই কিডনির বেজে যাচ্ছে বারোটা। বিশেষত, ডায়েট সংক্রান্ত ভুলেই এই অঙ্গের হাল খারাপ হচ্ছে।

  • 3/9

এই কারণে অনেক ক্ষেত্রেই পিছু নিচ্ছে ক্রনিক কিডনির অসুখ। পাশাপাশি অ্যাকিউট কিডনির সমস্যাও হচ্ছে।

  • 4/9

তাই এখন থেকেই ছাড়তে হবে ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড খাওয়ার লোভ। তার বদলে ভরসা রাখতে পারেন কিছু উপকারী খাবারের উপর। তাতেই সুস্থ থাকতে পারবেন।

  • 5/9

সবার প্রথমে বেরিজ খেতে হবে। এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত বেরি জাতীয় ফল খেলে কিডনির উপকার হবে।

  • 6/9

আপেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। সেই সঙ্গে এতে ফসফরাস, সোডিয়াম এবং পটাশিয়াম কম পরিমাণে রয়েছে। যার ফলে এটি কিডনির জন্য উপকারী।

  • 7/9

খাওয়া শুরু করে দিন বাঁধাকপি। এটা ভিটামিন বি৬, ফাইবার এবং ফোলিক অ্যাসিডের খনি। তাই এটি খেলেই উপকার মিলবে।

  • 8/9

আদা নিয়মিত সেবন করুন। কারণ, এতে রয়েছে জিঞ্জেরল। আর এই উপাদান কমিয়ে দিতে পারে প্রদাহ। যার ফলে ভাল থাকে কিডনি।

  • 9/9

এছাড়া ক্যাপসিকামকে ডায়েটে অবশ্যই জায়গা করে দিন। এই সবজিতে ভরে ভরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। তাই নিয়মিত এই সবজি খান। তাতে কিডনির হাল ফেরাতে পারবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement