Advertisement

লাইফস্টাইল

Coldest Places: ডিম ভাঙতে হাতুড়ি? ভারতের ১০ শীতলতম এলাকায় চ্যালেঞ্জ এটাই

Aajtak Bangla
  • 23 Dec 2020,
  • Updated 2:31 PM IST
  • 1/11

ভারতের দক্ষিণের বেশ কিছু এলাকা ছাড়া উত্তর ও উত্তর ভারতে এই সময় আবহাওয়া অত্যন্ত শীতল থাকে। ঠান্ডা হাওয়া ও তাপমাত্রা কমতে থাকায় জীবন যাপন করাই কষ্টসাধ্য হয়ে ওঠে। এখানে বসবাসরত লোকদের চরম শীত এবং চ্যালেঞ্জিং শীতের আবহাওয়ার মুখোমুখি হতে হয়।
 

  • 2/11

প্রথমেই রয়েছে কার্গিলের নাম। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়। এই স্থানটি শীতলতম অঞ্চল হিসাবেও স্বীকৃত। শ্রীনগর-লেহ মহাসড়কে ৩ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত কার্গিল ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত। শীতের সময় তাপমাত্রা -২৩ ° সেন্টিগ্রেডে পৌঁছে যায়।
 

  • 3/11

এরপর রয়েছে লাদাখ। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা এখানে পৌঁছয় -১২ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা হয় -২ ডিগ্রি। কোনও কোনও সময় ভারী তুষারপাতের জেরে তাপমাত্রা পৌঁছয় -৩৫ ডিগ্রিতে।
 

  • 4/11

লাচেন এবং থানগু উপত্যকা - সিকিমের উত্তরের অংশে অবস্থিত লাচুন এবং থানগু উপত্যকাটিও একটি দুর্দান্ত পর্যটন স্থান। প্রায় ২,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। জানুয়ারীতে এই জায়গার গড় তাপমাত্রা -১০ থেকে -১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। সারা বছর তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি থাকে।
 

  • 5/11

অরুণাচল প্রদেশের তাওয়াংও ভারতের শীতলতম স্থানগুলির মধ্যে একটি। এই জায়গাটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। শীতের মরসুমে ভারী তুষারপাতও হয়। এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক এবং ঠান্ডা জায়গা। শীতের সময় তাপমাত্রা -১৫ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়।
 

  • 6/11

সিয়াচেন হিমবাহ - ভারতের শীতলতম স্থানের মধ্যে প্রথম। ৫৭৫৩ মিটার উচ্চতায় অবস্থিত এই একালায় জানুয়ারিতে তাপমাত্রা পৌঁছয় -৫০ ডিগ্রির কাছাকাছি। ইন্টারনেটে এমন অনেকগুলি ভিডিও রয়েছে যেখানে সৈন্যদের হাতুড়ি দিয়ে বরফ হিমায়িত ডিম, টমেটো এবং জুস ভাঙতে দেখা যায়।
 

  • 7/11

সেলা পাস - পৃথিবীর এই জায়গাটি 'আইসবক্স অফ ইন্ডিয়া' হিসাবে বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। সেলা পাস সারাবছর বরফে ঢাকা থাকে। তাপমাত্রা প্রায় -১৫ ডিগ্রির কাছাকাছি থাকে।
 

  • 8/11

হিমাচল প্রদেশের কাইলং লেহ মেইন রোডে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই জায়গার তাপমাত্রা খুব কম বলা যায় না, তবে -২ ডিগ্রি পর্যন্ত থাকে। এই জায়গাটি বাইক চালক এবং যারা অনেক বিশেষ ঠান্ডা গন্তব্য খুঁজছেন তাদের জন্য দুর্দান্ত।
 

  • 9/11

সোনামার্গ অন্যতম সেরা গন্তব্য স্থান হিসেবে বিবেচিত হয়। শীতকালে সোনামার্গের তাপমাত্রা প্রায় -৬ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি নেমে যায়। 
 

  • 10/11

মানালি ভারতের একটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীত আসার সঙ্গে সঙ্গে এই এলাকার তাপমাত্রা -১০ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। যারা প্রকৃতি পছন্দ করেন হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত মানালি তাঁদের একটি পছন্দের জায়গা। যাঁরা পর্বতারোহণ, রিভার রাফটিং এবং ট্রেকিংয়ের অনুরাগী তারা অবশ্যই এখানে আসতে পারেন।

  • 11/11

মুন্সিয়ারি - উত্তরাখণ্ডের পিঠোরাগড় জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। এখানে আবহাওয়া সারা বছর ধরে শীতল এবং শুষ্ক থাকে। তাপমাত্রা থাকে -১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিরল প্রজাতির পাখি, তুষারাবৃত পাহাড় এবং হ্রদ মুন্সিয়েরির বৈশিষ্ট্য।

Advertisement
Advertisement