Advertisement

লাইফস্টাইল

Win Cash Prize With Pizza: ৫ মিনিটে পিৎজা শেষ করতে হবে, ১০ হাজার টাকা পুরস্কার, কলকাতাতেই

সুদীপ দে
  • 29 Jul 2022,
  • Updated 2:07 PM IST
  • 1/8

পিৎজা খেতে অনেকেই পছন্দ করেন। এটি একটি ইতালীয় ডিস। এই জনপ্রিয় খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নেপলস শহরে। পরবর্তিতে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে এবং ছড়িয়ে পড়ে।

  • 2/8

এক প্রস্থ মোটা, সাধারণত গোলাকৃতি রুটির ওপর নানা সুস্বাদু ভোজ্য উপকরণের প্রলেপ। চিকেন, মাশরুম, পনির— যে যার পছন্দ মতো পিৎজা অর্ডার করেন। তার পর খাবার হাতে পৌঁছানোর অপেক্ষা। 

  • 3/8

ডিনার হোক বা লাঞ্চ— পিৎজা যে কোনও সময়েই ‘খাই খাই’-এর সঙ্গী। একাকিত্বে বা বন্ধুদের সঙ্গে আড্ডায় মুখ চালাতে চোখের নিমেষে একে একে টপাটপ মুখের ভিতর গায়েব সবকটা খণ্ড।

  • 4/8

যাঁরা পিৎজা খেতে খুব ভালবাসেন, আজ তাঁদের জন্য একটা ‘জিভে জল আনা’ সুস্বাদু অফারের বিষয়ে জানাব। ডমিনোজ, পিৎজা হাটের থেকে তো অনেক অর্ডার করেছেন, খেয়েওছেন। কিন্তু পিৎজার দাম মেটানোর বদলে যদি ১০,০০০ টাকা নগদ হাতে পান, তাহলে কেমন হয়?

  • 5/8

৫ মিনিটে পিৎজা খেয়ে শেষ করতে পারলেই নগদ ১০,০০০ টাকা পুরস্কার! বিশ্বাস হচ্ছে না? এমনই দুর্দান্ত লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকার একটি ক্যাফে।

  • 6/8

ভাবছেন, ৫ মিনিটে পিৎজা খেয়ে শেষ করা কী এমন ব্যাপার! কিন্তু ১০,০০০ টাকা নগদ পুরস্কার জেতার জন্য হাত আর মুখ চালানোর গতি বহুগুণ বাড়াতে হবে। কারণ, মাত্র ৫ মিনিটে পিৎজা ২৪ ইঞ্চির পিৎজা সাবাড় করা চাট্টিখানি কথা হয়!

  • 7/8

তা-ও যদি মনে হয় চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন, তাহলে দেরি না করে একবা ঢুঁ মেরে আসুন। বাঘাযতীন এলাকার গাঙ্গুলিবাগানের একতা হাইটস, রামকৃষ্ণ উপনিবেশের পাশে, অন্নপূর্ণা বাস স্টপেজের অদূরে রয়েছে এই ক্যাফে।

  • 8/8

পিৎজা ছাড়াও এখানে পর্ক চপ, আলাকিয়েভ চিকেন কাটলেট, শৃম্প ডায়নামাইট, হোল চিকেন রোস্টের মতো একাধিক লোভনীয় পদ চেখে দেখতে পারেন। এগুলির দামও মোটামুটি সাধ্যের মধ্যেই।

কিছু ছবি: প্রসন্ন সাহা, দ্য ফুডিজ রিট্রিট-এর সৌজন্যে।
 

Advertisement
Advertisement