গ্ৰেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি বছরের সর্বপ্রথম উৎসব। ধনু থেকে মকরে রবির অর্থাৎ সূর্যের প্রবেশ ঘিরে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় হিন্দু মতে। এই বিশেষ দিনে যেমন অনেক কিছু শুভ, তেমন কিছু কাজ করা একদম উচিত না। জেনে নিন কী কী...
অনেকেই স্নান না করে প্রাতঃরাশ করেন। মকর সংক্রান্তিতে গঙ্গা বা কোনও নদীতে স্নান করা শুভ। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত স্নান করে খাবার খাওয়া উচিত।
মকর সংক্রান্তি প্রকৃতির সঙ্গে উদযাপনের দিন। তাই এদিন কোনও গাছ কাটা কিংবা, গাছের ডাল ভাঙ্গাও অশুভ।
অ্যালকোহল, সিগারেট, গুটকা জাতীয় কোনও নেশার জিনিস মকর সংক্রান্তিতে সেবন করা উচিত না। মশলাদার খাবারও না খাওয়াই ভাল। মুগ দালের খিচুরি সবচেয়ে ভাল।
আপনি যদি সূর্যদেবের আশীর্বাদ চান, তাহলে সন্ধ্যাবেলায় কোনও কিছু না খাওয়াই মঙ্গল। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে প্রার্থনা করা ভাল।
এদিন কোনও দরিদ্র ব্যক্তি বড়িতে এলে, তাঁকে খালি হাতে যেতে দেবেন না। মকর সংক্রান্তির রাত অবধি যতটা পারবেন দান করুন।
এই সংক্রান্তিতে কোনও আমিষ না খেয়ে নিরামিষ ভোজন করা উচিত সকলের।
এই শুভ দিনে কারও সঙ্গে খারাপ ব্যবহার বা রেগে কথা বলবেন না। সকলের সঙ্গে ভাল ব্যবহার করলেই ভাল।