Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: সম্পর্কে মেয়েদের এই ভুলগুলি ব্রেকআপ ডেকে আনতে পারে? জানুন

Aajtak Bangla
  • 06 Aug 2021,
  • Updated 4:44 PM IST
  • 1/7

যে কোনও সম্পর্কে চিড় ধরা আটকাতে হলে দায়িত্ব নিতে হতে দু'পক্ষকেই। কিন্তু অনেক ক্ষেত্রেই ছোট্টো ভুলের জন্য তা আর সম্ভব হয় না। নিয়তি- ব্রেকআপ। তবুও অনেক ক্ষেত্রেই কোনও পক্ষই স্বীকার করতে চায় না নিজেদের দোষ। কেনও স্বীকার করতে বাধা? কোথায় ভুল? সেই সিরিজ়ে আজ আমরা আলোচনা করব সম্পর্কে ভাঙার ক্ষেত্রে মেয়েদের যে ভুলগুলো হয়ে থাকে...(ছবি সৌজন্য : গেটি)

  • 2/7

অনেক ক্ষেত্রেই একটি সম্পর্কে প্রেমিকা তার প্রেমিককে প্রতিটি কথায় প্রশ্নের মুখে ফেলে দেয়। যেমন কীভাবে কোথায় তার প্রতি আকৃষ্ট হয়েছিল প্রেমিক? আদৌ তাঁর প্রতি ভালবাসা আছে কিনা তার? এই ধরণের প্রশ্ন বারবার করলে অনেক সময়ই তা সম্পর্কে দূরত্ব তৈরি করতে থাকে। একজন পুরুষের কাছে তাঁর প্রেমিকা সন্দেহ প্রবণ হলেই বিপদ। সেখানেই বাড়ে দূরত্ব। আর ব্রেক আপের আশঙ্কা। (ছবি সৌজন্য : গেটি)

  • 3/7

একটা সম্পর্কে পার্টনার যদি প্রতিটি মূহূর্তে নেতিবাচক ভূমিকা গ্রহণ করে তাহলে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। কাউন্সিলরদের কথায়, একজন নেতিবাচক মহিলা তার পুরুষ সঙ্গীকেও সেই ধরনের চিন্তাভাবনায় টেনে নিয়ে যেতে পারে। যদিও, একই বিষয় তার পুরুষ সঙ্গীটির ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতি ক্ষেত্রে যদি সে নেতিবাচর ভূমিকা পালন করে তাহলে কিছু দিনের মধ্যেই তার পুরুষ সঙ্গীতি ওই সংসর্গ ত্যাগ করতে চাইবে। (ছবি সৌজন্য : গেটি)

  • 4/7

প্রতি ক্ষেত্রে আমি এবং আমাকে ঘিরে নয়, সম্পর্কে আমাদের আনা জরুরি। তা না হলেই বিপদ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মেয়েদের কাছে তার পুরুষ সঙ্গীই হয়ে ওঠে হিরো। আর তাকে ঘিরেই সব স্বপ্ন তৈরি করে বসে সেই মানুষটি। এখানে মনে রাখতে হবে, একটি সম্পর্ক আমি কেন্দ্রীক যাতে না হয়ে যায়। সেখানে প্রতিটি বিষয়কে আমাদের করতে শিখতে হবে। তাহলেই স্বাস্থবান হবে সম্পর্কের প্রতিটি বিষয়। (ছবি সৌজন্য : গেটি)

  • 5/7

কোনও ছোট বিষয় নিয়ে ইমোশনাল ড্রামা করলেই বিপদ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, একটি ছোট বিষয়কে বড় করে দেখিয়ে সেটা নিয়ে বেশ কিছুটা ইমোশনাল ড্রামা তৈরি করার চেষ্টা করে কিছু মেয়ে। কিন্তু, মনে রাখতে হবে এই ধরনের কাজ করে নিজের পুরুষ সঙ্গীর থেকেই বরং দূরে সরে যেতে থাকে তার প্রেমিকা। হয়ে যেতে পারে ব্রেকআপ। (ছবি সৌজন্য : গেটি)

  • 6/7

একজন নারীর তরফে সম্পর্কে সব থেকে বড় ভুল হল যে সে মনে করতে থাকে তার পুরুষ সঙ্গীটি প্রতিটি মনের কথা আগে থেকেই বুঝে যাবে। এবং না বলতেই সেই কাজটি করে ফেলবে। বিজ্ঞান বলে, পুরুষেরা মন পড়তে জানে না। আর তাই অনেক ক্ষেত্রেই এই ট্রিকটি কাজ করে না একটি সম্পর্কে। সেখান থেকেই দেখা দেয় ভুল বোঝাবুঝি। ফল ব্রেকআপ পর্যন্ত গড়াতে পারে। (ছবি সৌজন্য : গেটি)

  • 7/7

একটি সম্পর্কে একজন মহিলা সঙ্গী অনেক ক্ষেত্রেই বর্তমানকে ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি মেতে ওঠে। আর তারই তার পুরুষ সঙ্গীর জন্য একাধিক বিষয় প্ল্যান করে রেখে দেয়। সেই সঙ্গে মনে করতে থাকে তার তৈরি করা সেই প্ল্যানটি সম্পূর্ণ ভাবে মেনে চলবে তার প্রেমিক। এখানে আরও একটি ভুল করে বসে তারা। কারণ একজন পুরুষ সঙ্গীরও নিজের করা কোনও প্ল্যান থাকতে পারে। প্রবল চাপের ফলে সেই প্ল্যান ভেস্তে গেলে ফল মটেই ভাল হয় না। (ছবি সৌজন্য : গেটি)

Advertisement
Advertisement