Snowfall Possibility At Holi In The North Bengal Hills: দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করলেও উত্তরবঙ্গে তেমন নয়। যদিও গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।
শনিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাকি সব জেলার আবহাওয়া শুকনোই থাকবে। আপাতত বাতাসে আর্দ্রতার পরিমাণও খুব একটা বাড়ছে না বলেই জানানো হয়েছে।
পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের সমতলেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
তবে উত্তরের সমতলে যেমনই আবহাওয়া থাকুক, হোলিতে উত্তরবঙ্গের পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন।
যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ, তবু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের উপরে সান্দাকফু এবং ফালুটে আচমকা তুষারপাত হতে পারে।
পাশাপাশি সিকিমের উত্তর ও পূর্ব অংশে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। লাচুং, লাচেন, গুরুডোংমার, খেচিপেরি, ছাঙ্গু, নাথুলাতে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
যদি পাহাড়ের ওই সমস্ত এলাকায় তুষারপাত হয়, তাহলে নীচু পাহাড় এলাকায় শিলাবৃষ্টি হতে পারার সম্ভাবনাও থেকে যাচ্ছে। একই সঙ্গে আচমকা সমতলেও ঠান্ডা হাওয়ার কামড় অনুভূত হতে পারে।
হোলিতে তরাই ও ডুয়ার্সের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।