Advertisement

লাইফস্টাইল

৩০ বছর আগে মহিলারা বেশি টেনশন নিতেন, এখন উল্টো! বলছে গবেষণা

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Sep 2021,
  • Updated 5:42 PM IST
  • 1/7

দ্য ল্যানসেটের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ত্রিশ বছরে সারা বিশ্বে ১২০ কোটি মানুষ টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। ৩০ বছর আগে মহিলারা বেশি টেনশন নিতেন, কিন্তু এখন পুরুষরা এটায় ভুগছেন। 
 

  • 2/7

দ্য ল্যানসেটের রিপোর্টে, ১৯৯০ থেকে ২০১৯ পর্যন্ত ২০০টি দেশের মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে ৩০ থেকে ৭৯ বছর বয়সী মানুষের জনসংখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লোকদের রক্তচাপের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

  • 3/7

এই রিপোর্টে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০১৯ এর মধ্যে মানসিক চাপে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ১৯৯০ সালে, ৩৩.১০ মিলিয়ন নারী এবং ৩১.৭০ মিলিয়ন পুরুষ বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপে ভুগছিলেন। 

  • 4/7

যেখানে, ২০১৯ সালে ৬২.৬০মিলিয়ন নারী এবং ৬৫.৬২মিলিয়ন পুরুষ মানসিক চাপের সমস্যায় ভুগছে। অর্থাৎ,৩০ বছর আগে মহিলারা বেশি স্ট্রেস নিতেন, এখন পুরুষরা বেশি স্ট্রেস নিচ্ছেন।
 

  • 5/7

কানাডা এবং পেরুতে নারী -পুরুষ কম টেনশন নেয়। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, সুইজারল্যান্ড, স্পেন এবং ইংল্যান্ডে নারীরা কম চাপ নেয়। বাংলাদেশ, ইথিওপিয়া এবং সলোমন দ্বীপপুঞ্জের পুরুষরা কম চাপ নেয়। প্রতিবছর ৮৫ লাখ মানুষ উচ্চ রক্তচাপ, স্ট্রেস, হার্ট সম্পর্কিত রোগ, স্ট্রোক, কিডনি সংক্রান্ত রোগের কারণে মারা যায়।

  • 6/7

দ্য ল্যানসেটের এই প্রতিবেদনটি ১৯৯০ এবং ২০১৯ এর মধ্যে পরিচালিত ১২০১ গবেষণার বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাদের গবেষণায় 10.4 কোটি মানুষ তাদের রক্তচাপ সম্পর্কিত তথ্য দিয়েছে।

  • 7/7

যেসব দেশে মানুষ সবচেয়ে বেশি চাপ নেয় সেগুলো হল মধ্য ও পূর্ব ইউরোপ, মধ্য ও দক্ষিণ এশিয়া, ওশেনিয়া, দক্ষিণ আফ্রিকা, কিছু ল্যাটিন ও ক্যারিবিয়ান দেশ। এর মধ্যে ভারতও আসে।

Advertisement
Advertisement