Advertisement

লাইফস্টাইল

টাচ উড' বলছি! কাঠ ছুঁলে কি সত্যিই কুদৃষ্টি কেটে যায়? জানুন

Aajtak Bangla
  • 09 Nov 2020,
  • Updated 8:07 AM IST
  • 1/8

প্রায়শই অনেকেই একটা কথা ব্যবহার করেন, 'টাচ উড' বা 'নকিং দ্য উড' অর্থাৎ  কাঠ ছোঁয়া। কিন্তু কেন? 

  • 2/8

আসলে এটি একটি প্রচলিত বিশ্বাস, যেটি নজর না লাগার জন্যে ব্যবহার করা হয়। 
 

  • 3/8

যখন কোনও ব্যক্তি চান তাঁর প্রত্যাশিত কোনো কিছু হোক, তখন মুখ দিয়ে সেই কথা প্রকাশ করার সময়ে 'টাচ উড' কথাটি ব্যবহার করেন।

  • 4/8

কাঠ দিয়ে তৈরি কিংবা কাঠের প্রলেপ দেওয়া কোনও বস্তু, সেই কথাটি বলার পরে ছুঁয়ে নেন তাঁরা। মনে করেন এতে কারো নজর লাগবে না। অনেক ক্ষেত্রে হাতের সামনে কাঠ না পেলে, অনেকে মাথায় হাত দিয়ে মুখে এ কথাটি ব্যবহার করে মনে করে তাতেই কাজ হবে।

  • 5/8

এমনকি নিজের সম্পর্কে কোনো ভালো কিছু কথা কারোকে বলার সময়ও অনেক ব্যক্তি কথাটি বলেন, যাতে ভালো সময় কেটে খারাপ সময় না আসে,এই বিশ্বাসে। 
 

  • 6/8

অনেকে মনে করেন উনিশ শতকে বাচ্চাদের একটি খেলা ছিল, যার নাম 'টিগি টাচ উড'। এই খেলার নিয়মানুসারে কোনো কাঠ কিংবা কাঠজাত বস্তু কেউ ছুঁয়ে নিলে তাঁকে কেউ ধরতে পারবে না অর্থাৎ সুরক্ষিত থাকবে। তাই মনে করা হয় সেই খেলা থেকেই এই বিশ্বাসের সূত্রপাত। যেখানে মনে করা হয় কাঠ ছুঁয়ে নিলেই সুরক্ষিত থাকা যাবে।

  • 7/8

লোককথা অনুযায়ী আবার মনে করা হতো, গাছে পরি এবং ভালো আত্মারা থাকেন। যার ফলে ভালো কোনো কথা বলে গাছের গুড়ি ছুঁয়ে নিলে সেই কথাটি সত্যি হবে। 

  • 8/8

তবে অনেকেই মনে করেন এটি শুধুমাত্র কুসংস্কার। যেটি মানুষ না জেনেই মেনে আসছেন মূলত অপরকে দেখে বা ট্রেন্ড ভেবে।

Advertisement
Advertisement