Advertisement

লাইফস্টাইল

Tulsi Caring Tips: তুলসী গাছের গোড়ায় দিন এই পাউডার, পোকা ধরবে না, থাকবে পাতাবাহার

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2022,
  • Updated 4:42 PM IST
  • 1/10

ভারতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। সব সনাতনীর বাড়িতেই রয়েছে তুলসী। প্রতিদিন তুলসী গাছ পুজোও করেন। লোকবিশ্বাস তুলসীতে বাস করেন লক্ষ্মী ও নারায়ণ। সে কারণে পূজিত হয় তুলসী। এই তুলসী শুকিয়ে যাওয়া অশুভ বলে ধরা হয়। 

  • 2/10

তুলসী শুকিয়ে গেলে ধেয়ে আসে নানা বিপদ। আর সবুজের সমাহার থাকলে শুভ লক্ষণ বলে মনে করেন অনেকে। 

  • 3/10

তাই তুলসী গাছের যত্ন নেওয়া দরকার। কিন্তু কীভাবে তুলসীর যত্ন নেবেন, রইল তার হদিশ।  

  • 4/10

তুলসী গাছ সনাতম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। কিন্তু এই গাছ শুকিয়ে গেলে অশুভ বলে মনে করা হয়। কয়েকটি সহজ উপায়ে শুকনো তুলসী গাছকে পুনরুজ্জীবিত করুন। 

  • 5/10

তুলসী গাছ শুকিয়ে গেলে শিকড়ে দিন নিমের গুঁড়ো। দেখবেন কয়েকদিনের মধ্যে গাছ সবুজ হয়ে উঠবে।

  • 6/10

অনেক সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে গাছ শুকিয়ে যেতে শুরু করে। সেক্ষেত্রে মাটি ১৫ থেকে ২০ সেন্টিমিটার গভীরে খনন করুন।  সেখানে মাটি ও বালির মিশ্রণ রাখুন। দেখবেন গাছ সবুজ হতে শুরু করবে।

  • 7/10

অনেক সময় তুলসী গাছে ছত্রাকের সংক্রমণ হয়। গাছ শুকিয়ে যেতে থাকে। মাটিতে নিমে গুঁড়ো মিশিয়ে দিন। ছত্রাক সংক্রমণ কমবে।

  • 8/10


নিমের জল শুকনো তুলসীকে আবার সবুজ করে তুলতে পারে। এক্ষেত্রে নিম পাতা সেদ্ধ করে গাছে জল ঢালুন।

  • 9/10

কখনও কখনও দূষণের কারণেও তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে। ধূপকাঠি বা প্রদীপের ধোঁয়া থেকে তুলসীকে বাঁচান।

  • 10/10

নিম তেল দিয়ে স্প্রে করলেও তুলসী গাছের ব্যাকটেরিয়া মারা যায়। 

Advertisement
Advertisement