দুজন অচেনা মানুষ একে অপরকে প্রথম দেখলে তারা খোঁজখবর নেই। আলাপ করে। কিন্তু বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ছেলে ও মেয়েরা প্রথম আলাপে একে অপরের সম্পর্কে যে খোঁজ নেই, তা আলাদা।
অর্থাৎ ছেলে ও মেয়েদের একে অপরকে জানার ইচ্ছের ধরন ভিন্ন। আজ আমরা আপনাদের জানাব, ছেলেদের সঙ্গে প্রথম সাক্ষাতে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয় মেয়েরা।
প্রথমেই মেয়েটি দেখে, ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। অর্থাৎ ছেলেটির তাকানো দেখে তাকে চিনে নিতে চায় মেয়েরা। মনস্তত্ত্ববিদদের মতেও, কারও তাকানো বা চাহনি দেখেই সেই ব্যক্তির মানসিকতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
মেয়েরা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। তাই তারা দেখে, যার সঙ্গে আলাপ হয়েছে বা পরিচয় করতে চায়, সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা নিজের পোশাক সম্পর্কে সচেতন।
যদি কোনও ছেলে তার বন্ধু বা পরিচিতদের সঙ্গে থাকে, তা হলে একটি মেয়ে তার দিকে তাকিয়ে খেয়াল করে, কতটা মনোযোগী হয়ে সে অন্যদের কথা শুনছে। এর মাধ্যমে ছেলেটির মনসংযোগ বুঝে নিতে চায় সে।
ব্যক্তিত্ব সব মানুষেরই গুরুত্বপূর্ণ। কোনও ছেলেকে প্রথম দেখে মেয়েরা এটাও পরখ করে নিতে চায়। ছেলেটির ব্যক্তিত্ব, শরীরের ভাষা, চাহনি ইত্যাদি।
কোনও মানুষ তার আশেপাশের লোকজনের সঙ্গে কীভাবে মিশছে, কী ধরনের কথা বলছে ইত্যাদি দেখে নিতে চায় মেয়েরা। এতে সেই ছেলেটির সম্পর্কে একটা ধারণা নিজের মনে তৈরি করতে পারে সে।