শারীরিক সম্পর্কের পর মেয়েদের শরীরে নানারকম সমস্যা দেখা দেয়। তবে সেই সমস্যাগুলি নিয়ে সবাই খোলাখুলি আলোচনা করতে পারেন না।
প্রথমবার যৌন মিলনের পর শরীর, হাত-পা, কোমর ও যৌনাঙ্গসহ বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হয়। নারীর যৌনাঙ্গ দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ।
সেক্সের সময় যৌনাঙ্গে ব্যথা পাওয়া বা কষ্ট অনুভূত হওয়া স্বাভাবিক, কিন্তু অসহ্যকর ব্যাথা অনুভূত হলে, তা চিন্তার বিষয়।
নিজের শারীরিক সমস্যা নিয়ে পার্টনারকে জানাতে চান না অনেক মহিলারাই। সেক্সের পর কী কী সমস্যা দেখা দেয় শরীরে? জেনে নিন।
মহিলারা অনেকসময়ই নিজেদের শারীরিক চাহিদার কথা সঙ্গীকে জানান না। চাহিদা থাকলেও চুপ করে থাকেন লজ্জায়। এতে সমস্যা আরও বাড়তে শুরু করে।
যৌনাঙ্গে কোনও ইনফেকশন থাকলে সেক্সের সময়ে ব্যথা অনুভূত হয়। সাধারণত ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়া ঘটিত কোনও ইনফেকশনের কারণে তা হয়ে থাকে। এক্ষেত্রে, চিকিত্সকের পরামর্শ নিন এবং সঠিক চিকিত্সা করান।
সেক্সের পর হরমোনাল পরিবর্তন দেখা যায়, যে কারণে তলপেট ভারী হওয়া, মোটা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। নিয়মিত ব্যায়াম করলে যা আটকানো সম্ভব।
স্বাস্থ্যকর হাইজিন বজায় রাখুন। যৌনাঙ্গ সর্বদা পরিষ্কার রাখুন। নিজের যত্ন নিন।