রক্তদানে কোনও সমস্যা হয় না। একজন সুস্থ মানুষের শরীরে পাঁচ-ছয় লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়।
রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তবে রক্তদানের জন্য আবশ্যিক শর্ত হল, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ওজন হতে হবে ৪৫ কেজির বেশি।
নিয়ম মেনে রক্তদান করলে হার্ট ও লিভার ভালো থাকে। মোটা হওয়ার সম্ভাবনাও কমে যায়।
বছরে তিনবার রক্তদান করা ভালো। এতে শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ত হয়ে ওঠে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
রক্তদান স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে দেয়। রক্তে অতিরিক্ত মাত্রায় আয়রন থাকা একেবারেই ঠিক নয়। নিয়ম মেনে রক্তদান করলে এই আয়রনের মাত্রা কে যায়।
রক্তদান করলে কোষগুলি আরও চনমনে হয়ে ওঠে। এতে শরীর ভালো থাকে। আবার রক্তদানে মানসিকভাবে তৃপ্তিও পাওয়া যায়। তাই মনও ভালো থাকে।
কিন্তু, মনে রাখবেন ক্যান্সার, হিমোফিলিয়া, ম্যালেরিয়াসহ জীবাণুঘটিত রোগ বা ও এইডসে আক্রান্ত থাকলে আপনি রক্তদান করতে পারবেন না।
রক্তদানের আগে ভরপেট খান। কিন্তু, কোনও এনার্জি ড্রিঙ্ক পান করবেন না।
রক্তদানের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তিনি বললে তবেই রক্তদান করুন।