Advertisement

পর্যটন

Sikkim Snowfall: বরফের ঢাকল সিকিম-নাথুলা, কতদিন চলবে-দার্জিলিংয়ে কবে থেকে তুষারপাত ?

Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 16 Jan 2024,
  • Updated 7:41 PM IST
  • 1/6

উত্তর সিকিমের লাচুংয়ে এবং এবং 'নাথুলায়'মঙ্গলবার সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। মরশুমের এটা এই জোনের দ্বিতীয় তুষারপাত। 

  • 2/6

তুষারপাত হতেই শুধু এই এলাকা নয়, অনেকটা নীচ পর্যন্ত ঠান্ডায় কাঁপছে পাহাড়। এমনকী পাহাড় লগোয়া শিলিগুড়িও শীতের কামড়ে জবুথবু।

  • 3/6

নাথুলায় এই মরশুমের দ্বিতীয় তুষারপাত যা বোর্ড। সকাল সাড়ে ৭ টা থেকে তুষারপাত শুরু হয়ে তা অব্যাহত ছিল। এলাকাটি সাদা পুরু চাদরের মতো আস্তরণে ঢেকে গিয়েছে। 

  • 4/6

গোটা এলাকা স্বর্গীয় সৌন্দর্যে আবৃত ছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সার্কিটে। অনেকেই আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা অন্য জায়গার টুর বাতিল করে এখানে ছুটে আসেন তুষারপাতের সাক্ষী হতে।

  • 5/6

যাঁরা যেতে পারেননি, তাঁরা খোঁজ নিয়েছেন, বুধবারও তুষারপাত হবে কি না। এদিকে তাঁদের খুশির খবর রয়েছে। আগামী দুদিনে দার্জিলিংয়ের পাহাড়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

 

  • 6/6

সিকিমের ছাঙ্গুতে শেষ তুষারপাত হয়েছিল বড়দিনের আগে। সেটাই ছিল মরশুমের প্রথম। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ২ হাজারেরও বেশি পর্যটককে সরিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement