Mural Painting Near Howrah Station: হাওড়া স্টেশনের কাছে রিভিয়েরা বিল্ডিংয়ে ম্যুরাল পেন্টিং পর্যটক ও শিল্পপ্রেমীদের নাড়িয়ে দিয়েছে। সবাই তা দেখে থমকে গিয়েছেন। সব ছবি সৌজন্য: পূর্ব রেল
রিভিয়েরা বিল্ডিং হাওড়া স্টেশনের কাছে আঞ্চলিক রেল মিউজিয়ামের সামনে অবস্থিত। কেরালার প্রখ্যাত শিল্পী ব্লেইস জোসেফ ওই ভবনের দেওয়ালে চোখ ধাঁধানো ম্যুরাল পেইন্টিং তৈরি করেছেন।
আরও পড়ুন: WhatsApp-এ কলকাতা পুলিশে অভিযোগ, কোন থানার কোন নম্বর দেখে নিন
আরও পড়ুন: MBA করতে চান? রয়েছে একগুচ্ছ স্কলারশিপ, জেনে নিন আপনি কোনটা পেতে পারেন
জোসেফ ভাদোদরার এম এস ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আর্টস এডুকেশন প্রজেক্টের প্রতি গভীর আগ্রহ তাঁর। ম্যুরাল পেইন্টিংয়ের এই বড়সড় উদ্যোগে তাঁকে কলকাতা এবং অন্যান্য স্থানের চিত্রশিল্পীদের সাহায্য করেছিলেন।
উত্তর-পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে ভ্রমণকারী লোকেদের জন্য একটি ট্রানজিট হাব এবং হাওড়া রেলওয়ে স্টেশন একটি অবিচ্ছেদ্য অংশ এবং উল্টোটাও বলা চলে।
ম্যুরাল একটি সমতল কংক্রিটের ধূসর পৃষ্ঠে কাজ করে হাওড়া স্টেশনে আসা বা ছেড়ে যাওয়ার বিভিন্ন লোকের চিত্র দেখায়। ম্যুরালে পরিযায়ী মানুষদের বিভিন্ন বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। তাঁধের মধ্যে যেমন রয়েছেন কৃষক, আদিবাসী, তেমনই রয়েছেন মহিলা, জেলে, শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।
একটা কংক্রিটের ওপরে তাঁদের তুলে ধরা হয়েছে। তাঁরা অবস্থায় করছেন। পরিকাঠামোর দ্রুত অগ্রগতি হচ্ছে। সেটা বোঝাতেই এই ধরনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
জীবিকার তাগিদে এই মানুষগুলোকেই তাঁদের জমি-বাড়ি ত্যাগ করতে হয় এবং তাঁরা তাঁদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখেন।
আরও পড়ুন: ১৫ হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন কোনগুলো? দেখে নিন
আরও পড়ুন: পিপিএফ থেকেই জলদি কোটিপতি হতে এই টিপস কাজে লাগান, হবে বড়সড় ফায়দা
তাঁদের সবাই তাদের বাড়ির স্মৃতি বহন করেছেন। তেমনই চিত্রিত করা হয়েছে। এবং প্রতিটি প্রতিকৃতিতে দেখানো লাগেজ এবং আইটেমগুলো প্রতীকী। গ্রামের মাটির গন্ধ লেগে রয়েছে যেন।
এই স্মৃতিগুলিকে কেমন যেন স্বপ্ন বলে মনে হয়। তাই সেগুলোর মধ্যে সাদা রঙের ছোঁয়া। ছবির মতো এই স্বপ্নগুলিও সাধারণ মানুষের প্রাণবন্ত শক্তির প্রতিনিধিত্ব করে। যাঁরা তাঁদের জীবনে প্রতিদিনের সংগ্রাম সত্ত্বেও হাল ছেড়ে দেযন না।
'ডোনেট এ ওয়াল'-এর অধীনে দিল্লির ST+ART ইন্ডিয়া ফাউন্ডেশন, এবং এশিয়ান পেইন্টস ম্যুরালগুলো তৈরির কাজ করেছে।
আরও পড়ুন: 'এ জন্মে চাকরি, প্রেম পরের জন্ম...' Valentine's Day উপলক্ষে IAS-এর টুইট VIral
রিভিয়েরার দেওয়ালে সুন্দর ম্যুরাল পেইন্টিং হাওড়া স্টেশন এলাকা এবং জাতীয় রেল যাদুঘর পরিদর্শনকারী পর্যটকদের মধ্যে আলোড়ন তৈরি করে দিয়েছে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছোট আঙারিয়ার বক্তার মণ্ডল
এবং এটি পথচারী এবং শিল্পপ্রেমীদের জন্য একটি সেলফি পয়েন্ট হয়ে উঠেছে। একবার যাবেন না!