Advertisement

ক্রিকেট

Ms Dhoni Tip To Mukesh Kumar Team India: ধোনির একটা টিপস বদলে দিয়েছে এই বোলারকে, জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়

Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Jul 2023,
  • Updated 11:29 AM IST
  • 1/10

Ms Dhoni Tip To Mukesh Kumar Team India: মহেন্দ্র সিং ধোনি এখন ভারতীয় ক্রিকেটের লিজেন্ডদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি সফলতম অধিনায়ক হিসেবে ভারতের হয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে নিয়েছেন।

  • 2/10

পাশাপাশি তিনি নিজের ব্যাটেও একাধিক সময়ে শত্রুপক্ষের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছেন। তাঁর বিশাল অভিজ্ঞতা সুযোগ পেলেই জুনিয়রদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না।

  • 3/10

এমনই এক কাহিনী শোনা গেল ভারতীয় দলের উঠতি এক পেসারের কণ্ঠে। মহেন্দ্র সিং ধোনিই বদলে দিয়েছেন এই খেলোয়াড়ের ভাগ্য ও জীবন, এমনটা তিনি নিজে মনে করেন। 

  • 4/10

কয়েকটি সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে ঘোরার সুযোগ মিলেছিল। এবার সরাসরি মূল দলে টিম ইন্ডিয়াতে সুযোগ মিলেছে। এখন নিজের জায়গা পাকা পোক্ত করাই উদ্দেশ্য।
 

  • 5/10

আইপিএল ২০২৩ এর সময় ধোনি, দিল্লি ক্যাপিটালসের দ্রুতগতির বোলার মুকেশ কুমারকে একটি গুরুত্বপূর্ণ টিপস দেন। মুকেশ একটি ইন্টারভিউতে এটি খোলসা করেছেন।

  • 6/10

মুকেশ কুমার টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে আমরা ধোনির সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকতাম। আমি তাঁর সঙ্গে যখন প্রথম দেখা করি, সবার আগে তাঁকে জিজ্ঞাসা করি যে একজন ক্যাপ্টেন এবং উইকেটকিপার হিসেবে আপনি আপনার বোলারকে কী বলেন?

  • 7/10

মুকেশ বলেন যে তিনি আমার কাঁধে হাত রাখে রেখে বলেন যে, আমি প্রত্যেক বোলারকে বলি, যতক্ষণ তুমি চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত শিখতে পারবে না। তুমি সেটাই করবে, যেটা তুমি করতে চাও। যদি এমন না হয়, তুমি কখনোই শিখতে পারবে না।

  • 8/10

মুকেশ বলেন যে, তিনি বলেন যে পরিণাম কি হবে সেটা তুমি ভুলে যাও। তুমি গিয়ে শুধু প্রয়োগ করো। তিনি আমাকে এই বিষয়টি খুব ভালো করে বুঝিয়ে দেন।

  • 9/10

ধোনির পরামর্শ মুকেশ কুমারের খুব কাজে আসে। মুকেশ আইপিএল ২০২৩-এ মোট ৭ টি উইকেট নেন। সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিরুদ্ধে ম্যাচে তিনি শেষ ওভারে ১২ রান ডিফেন্ড করে ম্যাচ জিতিয়ে দেন।

 

  • 10/10

বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা মুকেশ কুমার, ওয়েস্ট ইন্ডিজ সফরে জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এবার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে তাঁর প্রথম একাদশে খেলার। বাংলার এই পেসার এখন ইন্টারন্যাশনাল ডেবিউয়ের অপেক্ষায় রয়েছেন।

Advertisement
Advertisement