Advertisement

খেলা

এক ইনিংসেই ১৫ ছক্কা হাঁকালেন সূর্যবংশী, সর্বোচ্চ রানের ওর্য়াল্ড রেকর্ড বিহারের

Aajtak Bangla
Aajtak Bangla
  • রাঁচি,
  • 24 Dec 2025,
  • Updated 2:55 PM IST
  • 1/9

২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে সব রেকর্ড ভেঙে দিল ১৪ বছরের বিস্ময় বালক।  অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট ম্যাচে ১৯০ রানের বিশাল ইনিংস খেললেন বিহারের এই তরুণ তুর্কি। 

  • 2/9

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও  রাঁচিতে এসে দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। 

  • 3/9

এদিন রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিহার। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেছিল টিম। কিন্তু বৈভব সব রেকর্ড ভেঙে দিয়েছে। 

  • 4/9

সূর্যবংশী এদিন ৮৪ বলে করলেন ১৯০ রান। তাঁর মারকাটারি ইনিংস সাজানো রয়েছে ১৫টি ছক্কা ও ১৬টি চার দিয়ে। ২২৬.১৯ স্ট্রাইক রেটে খেলতে গিয়ে একটুর জন্য ডবল সেঞ্চুরি মিস করল ১৪ বছরের এই বিস্ময় বালক।

  • 5/9

৫০ ওভারের এই ম্যাচে বিহারের মোট রান দাঁড়িয়েছে ৫৬১/৬। রেকর্ড বলছে, লিস্ট A ক্রিকেটে এটি সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। এর আগে তামিলনাড়ুর দখলে ছিল লিস্ট এ ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল ৫০৬ রান। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপে বেঙ্গালুরুতে এই রান হয়েছিল।
 

  • 6/9

এদিন বৈভবের ইনিংস ছিল ধুন্ধুমার। ৩৬ বলে সেঞ্চুরির গণ্ডি পেরোয় সে। প্রথম একশো রানের মধ্যেই ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছে এই তরুণ তুর্কি। 

  • 7/9

এরপর ৫৯ বলে ১৫০ রানের বাধা টপকায় বৈভব। ততক্ষণে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে ১৪টি চার ও ১৩টি ছক্কা। এরপর বিহারের ২৬১ রানের মাথায় আউট হন সূর্যবংশী।

  • 8/9

এই ইনিংসে রেকর্ড রেকর্ডের এক নয়া নজির গড়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে বৈভব সূর্যবংশী পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ইনিংসটি স্পষ্টতই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক নতুন প্রতিভার উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
 

  • 9/9

খাতায় কলমে দেখতে গেলে এটি একটি প্লেট গ্রুপের ম্যাচ। কিন্তু এই ম্যাচ সম্পর্কে শুধু ওই তথ্য যথেষ্ট নয়। লিস্ট এ ক্রিকেটে, এই ধরনের ইনিংস নির্বাচক ও নোটবুকেও জায়গা করে নিয়েছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement