ICC Women's Cricket World Cup 2025 এ মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর নতুন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে নামবে দুই দল।
এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টেতে। মাথায় রাখতে হবে, ভারত বা দক্ষিণ আফ্রিকা, কোনও মহিলা দলই এখনও বিশ্বকাপ জেতেনি। যেই জিতুক না কেন, তারাই প্রথমবারের জন্য বিশ্বকাপ হাতে নেবে।
এ বারের বিশ্বকাপের পুরস্কারের অর্থ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে বিজয়ী টিম পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় প্রায় ৪০ কোটি। এটা ২০২২ সালের অস্ট্রেলিয়ার জেতা অর্থের থেকে ২৩৯ শতাংশ বেশি। সেবার অজিরা পেয়েছিল ১.৩২ মিলিয়ন।
দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ২.২৪ মিলিয়ন। ভারতীয় টাকায় সেটা ২০ কোটি। এটা ২০২২ সালে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পাওয়া অর্থের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।
ও দিকে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ১.১২ মিলিয়ন পাবে। ভারতীয় মূল্যে যা ৯.৩ কোটি।
যাঁরা পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করল (শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড) তারা ডলার ৭০০০০০ পাবে। ভারতীয় মুদ্রায় এটা প্রায় ৫.৮ কোটি।
৭ এবং ৮ নম্বরে শেষ করা দল (বাংলাদেশ এবং পাকিস্তান) পাবে ২৮০০০ ডলার (ভারতীয় টাকায় ২.৩ কোটি টাকা)।
এছাড়া প্রতিটি দেশ যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তারা ২৫০০০০ ডলার বা ২ কোটি টাকা পাবে।