Advertisement

ক্রিকেট

ICC Cricket World Cup 2023: ICC র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপে নামছে ভারত, কবে কাদের বিরুদ্ধে ম্যাচ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2023,
  • Updated 1:33 PM IST
  • 1/10

রাত পোহালেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ। দশ দলের এই টুর্নামেন্টে শেষ হাসি কারা হাসবে?

  • 2/10

২০২৩ সালের বিশ্বকাপের আগে ভারতীয় দল একদিনের ক্রিকেটে শীর্ষে চলে গিয়েছে। ভারতীয় দলের রেটিং পয়েন্ট এখন ১১৭। 

  • 3/10

ICC ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজমদের রেটিং পয়েন্ট ১১৫।

  • 4/10

অস্ট্রেলিয়া রয়েছে ৩ নম্বরে। বিশ্বকাপের আগে ভারতীয় দল তিন ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। 

  • 5/10

এর ফলে শীর্ষে থেকেই বিশ্বকাপে নামছেন রোহিত শর্মারা। ২০২৩ বিশ্বকাপে মোট ১০টি দল খেলবে।

  • 6/10

বেশ আকর্ষণীয় হতে চলেছে এবারের বিশ্বকাপ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।       

  • 7/10

৫ অক্টোবর থেকে শুরু হতে চলা এই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

  • 8/10

ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

  • 9/10

এরপর ১১ অক্টোবর বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।  

  • 10/10

১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে খেলবে ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর আরও পাঁচটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

Advertisement
Advertisement