ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিয়ে করছেন। তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। দশ বছরের সম্পর্কে নতুন অধ্যয় শুরু হতে চলেছে।
এই বাগদানের সবচেয়ে আলোচিত খবর হল যে আংটিটি রোনাল্ডো দিয়েছেন জর্জিনাকে, যার দাম প্রায় ৩.৭ মিলিয়ন (প্রায় ৩৯ কোটি টাকা) বলে জানা গিয়েছে। (ইনস্টাগ্রাম @georginagio)
সোশ্যাল মিডিয়া পোস্টে বাগদানের বিশেষ আংটির ছবি শেয়ার করেছেন জর্জিনা। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি। তাঁরা সারাজীবন ধরে একসঙ্গে থাকতে চান। (ইনস্টাগ্রাম @georginagio)
জর্জিনা বলেন, যখন রনাল্ডো প্রপোজ করেছিল, তখন আমি ভাবিনি আংটি দেবে। ও আমাকে যে হীরাটি দিয়েছে তা বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে পরের দিন পর্যন্ত আমি রোদে আংটিটা দেখতেও পাইনি।' (ইনস্টাগ্রাম @georginagio)
২০১৬ সাল থেকে লিভ-ইন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। তাঁদের একাধিক সন্তানও আছে। আট বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন এই বিশ্ববিখ্যাত দম্পতি। (ইনস্টাগ্রাম @georginagio)
সম্প্রতি পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনাল্ডো প্রোপজ করার ঘটনা জানিয়েছেন। তিনি বলেন, 'জর্জিনা সবসময়ই একটা সুন্দর আংটি চেয়েছিল। অবশেষে আমি তা খুঁজে পেয়েছি ও এটা পছন্দ করেছে।' রোনাল্ডো আরও বলেন, 'তার মেয়েদেরও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমার মেয়েরা এসে বলল, তুমি মাকে আংটি দেবে, তারপর বিয়ে করবে। ঠিক সেই মুহূর্তে, আমার মনে হয়েছিল যে সময় এসেছে।' (ইনস্টাগ্রাম @georginagio)
৪০ বছর বয়সী রোনাল্ডোর মতে, বিয়ে তার জীবনে কোনও পরিবর্তন আনবে না, তবে এটি একটি সুন্দর অধ্যায় হবে। (ইনস্টাগ্রাম @georginagio)
এই দম্পতি আগামী বিশ্বকাপের পরে বিয়ে করার পরিকল্পনা করছেন। রোনাল্ডো এখনও বিশ্বকাপ জিততে পারেননি। তবে এবার তার স্বপ্ন দেখছেন। (ইনস্টাগ্রাম @georginagio)
জর্জিনা রডরিগেজের সঙ্গে বিয়ে করে জীবন পূর্ণ করতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি তিনি আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও তৈরি হচ্ছেন। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও, এখনও বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। তিনি কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছেন। বিশ্বকাপ জিততে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে। (ইনস্টাগ্রাম @georginagio)
অতিথি তালিকায় বিশ্বের বহু ফুটবল তারকা, রাজনীতি–ব্যবসা–সেলিব্রিটিদের থাকার সম্ভাবনা প্রবল।চুম্বকে রোনাল্ডো–জর্জিনার রূপকথার মতো ভালবাসা এবার পরিণতি পেতে চলেছে ‘ড্রিম ওয়েডিং’-এর মাধ্যমে।