একদিনের ক্রিকেটে ছক্কা মারার সব রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। এক সময় এই রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির। তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। এমনিতে ভারত নিয়ে কথা বলতে গিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়ছেন আফ্রিদি। তবে এবার রোহিতের ভূয়সী প্রশংসা করলেন তিনি।
আইপিএল-এর প্রথম সিজনে ডেকান চার্জাসের হয়ে খেলেছিলেন আফ্রিদি। সেই দলেই ছিলেন তরুণ রোহিত। আফ্রিদি দাবি করেন, নেটে তাঁকে দেখেই বুঝেছিলেন, বড় খেলোয়াড় হবেন।
রোহিতের নয়া রেকর্ড নিয়ে আফ্রিদি বলেন, 'রেকর্ড তো ভাঙার জন্য তৈরি হয়। আমার পছন্দের একজন খেলোয়াড় রেকর্ড ভেঙেছে বলে আরও খুশি। ডেকান চার্জাসের হয়ে খেলার সময়ই বুঝেছিলাম, রোহিত একজন বিশ্বমানের ক্রিকেটার।'
আফ্রিদি আরও বলেন, 'আমি জানতাম ও একদিন ভারতের হয়ে খেলবেন। আমি ঠিক ছিলাম। রোহিত নিজেকে প্রমাণ করে দিয়েছে। ওর এখনও কেলার সক্ষমতা আছে।
নিজের কেরিয়ারে অফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেখানে রোহিতের ৩৫৫টি ছক্কা রয়েছে। যদিও রোহিত আফ্রিদির থেকে অনেক কম ম্যাচ খেলেছেন।
আফ্রিদির এই রেকর্ড ছিল ৩৬৯ ম্যাচ খেলে। রোহিত সেখানে খেলেছেন ২৭১টি একদিনের ম্যাচ। আইপিএলের প্রথম আসরে আফ্রিদি নয়টি ম্যাচ খেলেছিলেন। ১৯টি ছক্কাও মেরেছিলেন।
তবে রোহিত ৪০০টিরও বেশি ছক্কা মারতে পারেন বলে মনে করছেন অনেকে। কারণ ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান তিনি। এই বছরের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেবল একটি ফর্ম্যাটে খেলছেন।
খেলা চালিয়ে যাওয়ার জন্য রোহিত তাঁর ফিটনেসের উপর খুব পরিশ্রম করেছেন। ১০ কেজিরও বেশি ওজন কমিয়েছেন।
যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিতকে ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সবাইকে ভুল প্রমাণিত করে রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাট হাতে ঝড় তোলেন তিনি।
প্রসঙ্গত, রোহিত শর্মা ও আফ্রিদির আগে সব থেকে বেশি ছয় হাঁকানোর তালিকায় রয়েছেন ক্রিশ গেইল, সনৎ জয়সূর্য, ধোনি, মর্গ্যান, এবি ডিভিলিয়ার্স, ম্যাককুলাম, সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটাররা।